কোচবিহার, 6 এপ্রিল: দীর্ঘদিন ধরেই গ্রেটার কোচবিহার (Coochbihar news) পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজের (রায়) সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে পদ্ম শিবিরের । এমনকী বিভিন্ন নির্বাচনে বিজেপির হয়ে ভোট প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও হাজির হয়েছেন তিনি । সেই অনন্ত মহারাজের সঙ্গে কি এ বার দূরত্ব বাড়ছে বিজেপির ? এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে কোচবিহারের রাজনৈতিক মহলে ।
বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহারাজ অনন্ত রায়ের (distance between Ananta Maharaj and BJP) মধ্যে উপহার আদান-প্রদানের ঘটনা ঘটেছে । জেলা তৃণমূলের নেতাদের আনাগোনাও বেড়েছে অনন্ত মহারাজের বাড়িতে । আর তাতেই জল্পনা দেখা দিয়েছে যে, তাহলে কি অনন্ত মহারাজের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির ? মহারাজ অনন্ত রায় এ বিষয়ে অবশ্য বলেন, "আমি সবাইকে সম্মান করি । শ্রদ্ধা করি । কারও সঙ্গে দূরত্ব বৃদ্ধি বা হ্রাসের কিছু নেই ।"
একটা সময় পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল কোচবিহার তথা উত্তরবঙ্গের একটা অংশ ৷ আন্দোলনকারীদের মূল নেতা ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ । পরবর্তীতে অনন্ত মহারাজের বিরুদ্ধে একাধিক মামলায় নাম জড়িয়ে যাওয়ায় তিনি বাংলা ছেড়ে অসমের বঙ্গাইগাঁওতে থাকতে শুরু করেন । এরপর থেকেই বিজেপির সঙ্গে সখ্যতা বাড়তে থাকে অনন্ত মহারাজের । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন । বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে নরেন্দ্র মোদির কোচবিহারের সভাতেও অনন্ত মহারাজকে দেখা গিয়েছিল এবং বিধানসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি ভালো ফল করেছিল ।
আরও পড়ুন:Nisith Pramanik : ময়নাগুড়িতে নিশীথকে আটকানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ নারায়ণী সেনার