পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ananta Maharaj-BJP relationship: গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির ? - অনন্ত মহারাজ বিজেপির সম্পর্ক

গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজের (distance between Ananta Maharaj and BJP) সঙ্গে কি দূরত্ব বাড়ছে বিজেপির (Ananta Maharaj-BJP relationship)? এমনই জল্পনা ছড়িয়েছে কোচবিহারের রাজনৈতিক মহলে (Coochbihar news)৷

is the distance between Ananta Maharaj and bjp increasing
গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির ?

By

Published : Apr 6, 2022, 2:17 PM IST

কোচবিহার, 6 এপ্রিল: দীর্ঘদিন ধরেই গ্রেটার কোচবিহার (Coochbihar news) পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজের (রায়) সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে পদ্ম শিবিরের । এমনকী বিভিন্ন নির্বাচনে বিজেপির হয়ে ভোট প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও হাজির হয়েছেন তিনি । সেই অনন্ত মহারাজের সঙ্গে কি এ বার দূরত্ব বাড়ছে বিজেপির ? এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে কোচবিহারের রাজনৈতিক মহলে ।

বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহারাজ অনন্ত রায়ের (distance between Ananta Maharaj and BJP) মধ্যে উপহার আদান-প্রদানের ঘটনা ঘটেছে । জেলা তৃণমূলের নেতাদের আনাগোনাও বেড়েছে অনন্ত মহারাজের বাড়িতে । আর তাতেই জল্পনা দেখা দিয়েছে যে, তাহলে কি অনন্ত মহারাজের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির ? মহারাজ অনন্ত রায় এ বিষয়ে অবশ্য বলেন, "আমি সবাইকে সম্মান করি । শ্রদ্ধা করি । কারও সঙ্গে দূরত্ব বৃদ্ধি বা হ্রাসের কিছু নেই ।"

একটা সময় পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল কোচবিহার তথা উত্তরবঙ্গের একটা অংশ ৷ আন্দোলনকারীদের মূল নেতা ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ । পরবর্তীতে অনন্ত মহারাজের বিরুদ্ধে একাধিক মামলায় নাম জড়িয়ে যাওয়ায় তিনি বাংলা ছেড়ে অসমের বঙ্গাইগাঁওতে থাকতে শুরু করেন । এরপর থেকেই বিজেপির সঙ্গে সখ্যতা বাড়তে থাকে অনন্ত মহারাজের । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন । বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে নরেন্দ্র মোদির কোচবিহারের সভাতেও অনন্ত মহারাজকে দেখা গিয়েছিল এবং বিধানসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি ভালো ফল করেছিল ।

আরও পড়ুন:Nisith Pramanik : ময়নাগুড়িতে নিশীথকে আটকানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ নারায়ণী সেনার

রাজনৈতিক মহলের ধারণা, গ্রেটারের একটা বড় অংশের ভোট পড়েছিল বিজেপিতে । আর এতেই তৃণমূল বুঝে গিয়েছে কোচবিহার তথা উত্তরবঙ্গে ভালো ফল করতে হলে গ্রেটার মহারাজ অনন্ত রায়ের সহযোগিতা দরকার । আর এ কারণেই অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ স্থাপনে উদ্যোগী হয় তৃণমূল । এরপরই অনন্ত মহারাজের বঙ্গাইগাঁও ছেড়ে কোচবিহারের বড়গিলার বাড়িতে এসে থাকতে শুরু করেন । অনন্ত মহারাজে সঙ্গে সখ্যতা বাড়াতে জেলা তৃণমুলের নেতারা তাঁর বাড়িতে যেতে শুরু করেন ।

মাসখানেক আগে চিলারায়ের জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানে অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে কোচবিহারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সে সময় মুখ্যমন্ত্রী গ্রেটার সুপ্রিমোকে প্রস্তাব দিয়েছিলেন, যদি তাঁরা চান তাহলে গ্রেটারের নারায়ণী সেনা থেকে তাঁদের দেওয়া তালিকা অনুযায়ী সিভিক ভলান্টিয়ার কিংবা হোমাগার্ডে চাকরির ব্যবস্থা করবে রাজ্য সরকার । সেই প্রস্তাব মতো তালিকা তৈরিতে হাত লাগিয়েছে গ্রেটার । আর এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে দূরত্ব বৃদ্ধি বা তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে কি না এ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।

আরও পড়ুন:Narayani Sena : 223 জন নারায়নী সেনার জামিন, 50 জনের আবেদন খারিজ

যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন । ব্যক্তিগত ভাবে তিনি সবার সঙ্গে সম্পর্ক রাখতেই পারেন । এ নিয়ে কিছু বলার নেই । কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবারই সম্পর্ক ভালো । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী । অনন্ত মহারাজ কোচবিহারের মানুষ । কাজেই সম্পর্ক ভালো থাকবেই ।

ABOUT THE AUTHOR

...view details