পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar Changrabandha Border: কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে 8 দিন বন্ধ থাকবে আন্তর্জাতিক বাণিজ্য - International trading will be closed for 8 days at Changrabandha border in cooch behar

টানা আটদিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য(Cooch Behar Changrabandha Border)৷ বন্ধ থাকবে আমদানি-রফতানি পরিষেবায় ৷

Cooch Behar
কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে 8 দিন বন্ধ থাকবে আন্তর্জাতিক বাণিজ্য

By

Published : Jul 7, 2022, 10:16 PM IST

কোচবিহার,7 জুলাই: কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে টানা আটদিনের জন্য বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশ আন্তজার্তিক বাণিজ্য(International trading will be closed for 8 days at Changrabandha border in cooch behar)। 8 থেকে 15 জুলাই পর্যন্ত চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত এবং ভুটান থেকে কোনও পণ্য বাংলাদেশে পাঠানো হবে না এবং বাংলাদেশ থেকেও সমস্তরকম পণ্য আমদানি বন্ধ থাকবে ।

পবিত্র ঈদ-উল-আজহা উৎসবের জন্য এবং দু’দিন বাংলাদেশের সাপ্তাহিক ছুটির জন্য মোট আটদিন চ্যাংরাবান্ধা-বুড়িমারি দুই দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকবে । বাংলাদেশের তরফে এই বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ।

বৃহস্পতিবার এই বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ বলেন, "পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকছে, সঙ্গে বাংলাদেশের দুই দিনের সাপ্তাহিক ছুটি রয়েছে ৷ ফলে মোট আট দিন বন্ধ থাকবে বাণিজ্য ৷"

বাংলাদেশের তরফে ব্যবসায়ীরা বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ৷ সে দেশের ব্যবসায়ীরা সেই সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়েছেন চ্যাংরাবান্ধা সীমান্তের ব্যবসায়ীদের ৷

আরও পড়ুন :বিয়ের দু'দিনের মাথায় স্বামীর খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টা স্ত্রী'য়ের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details