কোচবিহার, 19 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর ঘোষণামতো কোচবিহার রাজবাড়িতে ফের বসতে চলেছে লাইট অ্যান্ড সাউন্ড। এই কাজের জন্য ইতিমধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা কোচবিহার রাজবাড়ি ঘুরে দেখেছেন । জেলা প্রশাসনের নির্দেশ মতো পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা সমীক্ষা করে সেই রিপোর্ট জেলা প্রশাসনের কাছে জমা দেবেন বলে জানা গিয়েছে।
ভারত সরকারের পুরাতত্ত্ববিভাগের অন্তর্গত উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান কোচবিহার রাজবাড়ি। যার সৌন্দর্যের টানে দেশ-বিদেশের পর্যটকরা কোচবিহার রাজবাড়িতে আসেন। বছর 15 আগে এই কোচবিহার রাজবাড়িতে নানান ধরনের লাইট লাগানো হয়েছিল। যার ফলে রাজবাড়ির সৌন্দর্য অনেকটা বেড়ে ছিল। কয়েক বছরের মধ্যে সেই লাইট নষ্ট হয়ে যায়। ফলে সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবে যায় রাজবাড়ির বাগান। তাই দীর্ঘদিন ধরেই কোচবিহার রাজবাড়িতে নতুন করে লাইট অ্যান্ড সাউন্ড চালুর দাবি উঠছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট আর্কিওলজিস্ট চুনচুন কুমার বলেন, ‘‘রাজ্য সরকারের একটি টিম রাজবাড়িতে এসে লাইট অ্যান্ড সাউন্ড এর বিষয়ে সমীক্ষা করে গিয়েছে। ওই টিমের ইঞ্জিনিয়াররা রাজবাড়ির বিভিন্ন অংশের জরিপ করে গিয়েছেন।’’