পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহার রাজবাড়িতে লাইট ও সাউন্ড চালুর পরিকল্পনা - কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের ঘোষণার মতো লাইট ও সাউন্ড বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে কোচবিহার রাজবাড়িতে ৷ 15 বছর আগে একবার এই লাইন ও সাউন্ড বসানো হয়েছিল ৷ কিন্তু, পরবর্তী সময়ে তা নষ্ট হয়ে যায় ৷

central tourism ministry take a initiative to set light and sound in coochbehar rajbari
কোচবিহার রাজবাড়িতে লাইট ও সাউন্ড চালুর পরিকল্পনা

By

Published : Feb 19, 2021, 9:27 PM IST

কোচবিহার, 19 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর ঘোষণামতো কোচবিহার রাজবাড়িতে ফের বসতে চলেছে লাইট অ্যান্ড সাউন্ড। এই কাজের জন্য ইতিমধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা কোচবিহার রাজবাড়ি ঘুরে দেখেছেন । জেলা প্রশাসনের নির্দেশ মতো পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা সমীক্ষা করে সেই রিপোর্ট জেলা প্রশাসনের কাছে জমা দেবেন বলে জানা গিয়েছে।

ভারত সরকারের পুরাতত্ত্ববিভাগের অন্তর্গত উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান কোচবিহার রাজবাড়ি। যার সৌন্দর্যের টানে দেশ-বিদেশের পর্যটকরা কোচবিহার রাজবাড়িতে আসেন। বছর 15 আগে এই কোচবিহার রাজবাড়িতে নানান ধরনের লাইট লাগানো হয়েছিল। যার ফলে রাজবাড়ির সৌন্দর্য অনেকটা বেড়ে ছিল। কয়েক বছরের মধ্যে সেই লাইট নষ্ট হয়ে যায়। ফলে সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবে যায় রাজবাড়ির বাগান। তাই দীর্ঘদিন ধরেই কোচবিহার রাজবাড়িতে নতুন করে লাইট অ্যান্ড সাউন্ড চালুর দাবি উঠছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট আর্কিওলজিস্ট চুনচুন কুমার বলেন, ‘‘রাজ্য সরকারের একটি টিম রাজবাড়িতে এসে লাইট অ্যান্ড সাউন্ড এর বিষয়ে সমীক্ষা করে গিয়েছে। ওই টিমের ইঞ্জিনিয়াররা রাজবাড়ির বিভিন্ন অংশের জরিপ করে গিয়েছেন।’’

আরও পড়ুন : কোচবিহার রাজবাড়ি চত্বরে সাফাই অভিযান যুব মোর্চার

কোচবিহার পূর্ত দপ্তরের এক আধিকারিক বলেন, ‘‘জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের একটি সমীক্ষা করতে বলা হয়েছিল। আমরা সেইমতো রাজবাড়িতে লাইট অ্যান্ড সাউন্ড বসানোর ব্যাপারে সমীক্ষা করেছি। এর জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে। সেটি জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।’’ প্রসঙ্গত, কয়েকদিন আগে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল সরকারি একটি অনুষ্ঠানে কোচবিহার রাজবাড়ি যান ৷ সেখানেই রাজবাড়িতে লাইট অ্যান্ড সাউন্ড বসানোর কথা বলেছিলেন ৷ মন্ত্রীর এই ঘোষণার পরে প্রশাসনের তরফে দ্রুত লাইট অ্যান্ড সাউন্ড বসানোর কাজ শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details