পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনহাটার আইসি সঞ্জয় দত্ত-সহ একাধিক থানার আইসি বদল কোচবিহারে - একাধিক থানার আইসি বদল কোচবিহারে

দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের বদলির দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিল তৃণমূলের একাংশ । তাঁর বিরুদ্ধে নির্বাচনের আগে থেকেই বিজেপির হয়ে কাজ করার অভিযোগ এনেছিলেন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ । তার জেরেই কি দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তকে বদলি করা হল, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে দিনহাটার রাজনৈতিক মহলে ।

দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তসহ একাধিক থানার আইসি বদল কোচবিহারে
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তসহ একাধিক থানার আইসি বদল কোচবিহারে

By

Published : Jun 25, 2021, 2:18 PM IST

কোচবিহার, 25 জুন : কোচবিহার জেলার একাধিক থানার আইসিকে বদলি করল রাজ্য সরকার । বৃহস্পতিবার এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । জেলার দিনহাটা, কোতয়ালি, সিতাই, হলদিবাড়ি থানার আইসিরা রয়েছেন এই বদলির তালিকায় ।

দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের বদলির দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিল তৃণমূলের একাংশ । তাঁর বিরুদ্ধে নির্বাচনের আগে থেকেই বিজেপির হয়ে কাজ করার অভিযোগ এনেছিলেন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ । তার জেরেই কি দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তকে বদলি করা হল, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে দিনহাটার রাজনৈতিক মহলে ।

যদিও জেলা পুলিশের কর্তা জানিয়েছেন এটা রুটিন বদলি । শুধু দিনহাটা নয়, রাজ্যের বহু থানায় রদবদল হয়েছে । জানা গিয়েছে, বছর তিনেক আগে দিনহাটার আইসি পদে যোগ দেন সঞ্জয় দত্ত । কিছুদিন পর থেকেই তাঁর সঙ্গে দিনহাটার তৎকালীন তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরোধ শুরু হয়েছিল । এই বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে বিভিন্ন সময়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ আইসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন । এছাড়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছিল সঞ্জয় দত্তের বিরুদ্ধে ৷

পাশাপাশি গত 6 মে দিনহাটা শহরে উদয়ন গুহের ওপর যে হামলা হয়েছিল, তার মূল অভিযুক্তদের পালাতে সঞ্জয় দত্তের মদত ছিল বলে উদয়ন পুত্র সায়ন্তন গুহ সংবাদমাধ্যমে অভিযোগ করেছিলেন ৷ এবং সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তৃণমূল আইসির বিরুদ্ধে প্রশ্ন তুলে দিনহাটা থানায় বিক্ষোভ দেখিয়েছিল ।

আরও পড়ুন :কোচবিহারে মানবাধিকার কমিশনের 6 সদস্যের প্রতিনিধি

এই ঘটনার দিন কয়েকের মধ্যেই দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তকে বদলি করা হল । এবং তাঁর জায়গায় নিয়ে আসা হল আলিপুরদুয়ারের ট্রাফিক ইনস্পেক্টর জয়দীপ মোদককে । সঞ্জয় দত্তকে বদলি করা হয়েছে হুগলিতে । সঞ্জয় দত্তের পাশাপাশি সিতাই থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যকে বদলি করা হয়েছে রানাঘাটে । তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে প্রবীণ প্রধানকে । এছাড়া হলদিবাড়ি থানার আইসি দেবাশিস ঘোষের জায়গায় নিয়ে আসা হয়েছে দাওগে গেস্টো ভুটিয়াকে ।

ABOUT THE AUTHOR

...view details