কোচবিহার , 6 মে : কোচবিহার জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে নোটায় ভোট পড়েছে প্রায় 16 হাজার। রাজ্যের শাসক দল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি নেতৃত্ব নোটায় যে পরিমাণ ভোট পড়েছে , তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য, নির্বাচনী ব্যবস্থায় নোটা বিকল্প হিসাবে থাকলেও ভোটারদের উচিত কোনও না কোনও রাজনৈতিক প্রার্থীকে বেছে নেওয়া।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে 1 লাখ 98 হাজার 788 জন ভোটারের মধ্যে 2 হাজার 447 জন নোটায় ভোট দিয়েছেন। শীতলকুচি বিধানসভা কেন্দ্রে 2 লাখ 45 হাজার 966 জনের মধ্যে 2 হাজার 743 জন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 1 লাখ 95 হাজার 505 জনের মধ্যে 1 হাজার 464 জন, দিনহাটা বিধানসভা কেন্দ্রে 2 লাখ 43 হাজার 751 জনের মধ্যে 1 হাজার 537 জন , সিতাই বিধানসভা এলাকায় 2 লাখ 38 হাজার 578 জন ভোটারের মধ্যে 1 হাজার 577 জন , নাটাবাড়িতে 2 লাখ 17 হাজার 173 জনের মধ্যে 1 হাজার 146 জন, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে 2 লাখ 9 হাজার 378 জনের মধ্যে 2 হাজার 69 জন , কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে 2 লাখ 43 হাজার 916 জনের মধ্যে 1 হাজার 570 জন, মাথাভাঙ্গায় 2 লাখ 14 হাজার 23 জনের মধ্যে 1 হাজার 443 জন নোটায় ভোট দিয়েছেন। এবার সবমিলিয়ে নোটায় ভোট পড়েছে 15 হাজার 996 টি। অন্যদিকে জেলার 9 টি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে যাঁরা ভোট দিয়েছেন তাদের মধ্যে নোটায় ভোট দিয়েছেন 140 জন।