কোচবিহার, ২4 নভেম্বর : পানীয় জলের সংকটে কোচবিহারের সীমান্তে তিনটি গ্রাম ৷ পরিস্রুত পানীয় জল পেতে মাটির হাঁড়ি আর বালিকেই হাতিয়ার করে নিয়েছেন তিনটি গ্রামের প্রায় দেড়শো পরিবার ৷ বাকি কয়েকশো পরিবার পান করছেন বাড়িতে বসানো বিষাক্ত আয়রন মিশ্রিত নলকূপের পানীয় জল ৷ এমন চিত্র কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ৷ দীর্ঘ চার বছর এইভাবে পানীয় জল সমস্যা নিয়ে জর্জরিত সীমান্তের এই তিনটি প্রত্যন্ত গ্রাম ৷ একাধিকবার , স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর , ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও পদক্ষেপ নেয়নি ব্লক প্রশাসন ৷ যার জেরে সরকারের প্রতি আস্থা হারিয়ে নিজেরাই মাটির হাঁড়ি, বালি ও ছোটো ছোটো পাথর নিয়ে এক প্রাচীন পদ্ধতির মাধ্যমে জল পরিষ্কার করে পান করছেন ৷
গ্রামবাসীদের অভিযোগ, সরকার তাঁদের সমস্যার বিষয়ে কিছু করছে না ৷ স্থানীয় জনপ্রতিনিধিদের এবং ব্লক প্রশাসনের প্রতি তাদের চরম ক্ষোভ ৷ কেননা একাধিকবার জল সমস্যা নিয়ে আবেদন করলেও কেউ গ্রামে এসে একবারও দেখে যাননি তাঁরা কীভাবে আছেন ,কীভাবে পানীয় জলের সমস্যা নিয়ে দিনযাপন করছেন ৷