পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে রাষ্ট্রীয় মহোৎসবে বাধা বরদাস্ত নয়, বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর - প্রহ্লাদ সিং প্যাটেল

কোচবিহার রাজপ্রাসাদে ভারত সরকারের অনুষ্ঠানের বিরোধিতায় বিক্ষোভ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ৷ তবে, এই বিক্ষোভ বরদাস্ত করা হবে না বলে বার্তা দিলেন কেন্দ্রীয় প্রহ্লাদ সিং প্যাটেল ৷ তিনি জানালেন, কোচবিহার রাজপ্রাসাদ ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগের অধীনে ৷ সেখানে কেউ বাধা দিতে এলে তা মেনে নেওয়া হবে না ৷

If anyone wants to obstruct any central event it will not be accepted prahlad singh patel on coochbehar rajprasad
সরকারি অনুষ্ঠানে বাধা বরদাস্ত নয়, কোচবিহার রাজপ্রাসাদে রাষ্ট্রীয় মহোৎসব নিয়ে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

By

Published : Feb 14, 2021, 1:56 PM IST

উত্তর দিনাজপুর, 14 ফেব্রুয়ারি : কোচবিহার রাজপ্রাসাদ ভারত সরকারের পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগে অধীনে রয়েছে। সেখানে কেন্দ্রীয় কোনও অনুষ্ঠানে কেউ বাধা দিতে চাইলে তা মেনে নেওয়া হবে না। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ নিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ৷ প্রসঙ্গত, রবিবার কোচবিহার রাজপ্রাসাদে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে তিনদিন ব্যাপী রাষ্ট্রীয় মহোৎসব শুরু হচ্ছে ৷ রাজপ্রাসাদে সেই মহোৎসব আয়োজনের প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ৷

শনিবার রায়গঞ্জ গীতাঞ্জলি প্রক্ষাগৃহে ‘‘সংকল্প সোনার বাংলা’’ কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ৷ সেখানেই তিনি জানিয়েছেন, কোচবিহার রাজপ্রাসাদ ভারত সরকারের পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগে অধীনে রয়েছে ৷ সেখানে ভারত সরকার তিনদিন ব্যাপী রাষ্ট্রীয় মহোৎসবের আয়োজন করেছে ৷ সেই অনুষ্ঠানে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না ৷

আরও পড়ুন : কোচবিহার রাজপ্রাসাদের সৌন্দর্য আমাদের গৌরবান্বিত করে: প্রহ্লাদ সিং প্যাটেল

এ প্রসঙ্গে, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের উপর অবহেলার অভিযোগ করেন প্রহ্লাদ সিং প্যাটেল ৷ এ নিয়ে কংগ্রেস, বাম ও বর্তমান তৃণমূল সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস কেউ রাজবংশীদের গুরুত্ব দেয়নি ৷ পশ্চিমবঙ্গের সংস্কৃতি দেশের সবচেয়ে বড় পুঁজি ৷ সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বদ্ধপরিকর ৷ তাই কেউ বাধা দিতে এলে, তাকে উপেক্ষা করে সংস্কৃতি মহোৎসব পালন করা হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details