উত্তর দিনাজপুর, 14 ফেব্রুয়ারি : কোচবিহার রাজপ্রাসাদ ভারত সরকারের পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগে অধীনে রয়েছে। সেখানে কেন্দ্রীয় কোনও অনুষ্ঠানে কেউ বাধা দিতে চাইলে তা মেনে নেওয়া হবে না। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ নিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ৷ প্রসঙ্গত, রবিবার কোচবিহার রাজপ্রাসাদে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে তিনদিন ব্যাপী রাষ্ট্রীয় মহোৎসব শুরু হচ্ছে ৷ রাজপ্রাসাদে সেই মহোৎসব আয়োজনের প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ৷
শনিবার রায়গঞ্জ গীতাঞ্জলি প্রক্ষাগৃহে ‘‘সংকল্প সোনার বাংলা’’ কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ৷ সেখানেই তিনি জানিয়েছেন, কোচবিহার রাজপ্রাসাদ ভারত সরকারের পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগে অধীনে রয়েছে ৷ সেখানে ভারত সরকার তিনদিন ব্যাপী রাষ্ট্রীয় মহোৎসবের আয়োজন করেছে ৷ সেই অনুষ্ঠানে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না ৷