পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ananta Maharaj: সংসদে বলব, পৃথক রাজ্যের দাবিতে মন্তব্য অনন্ত মহারাজের - I will say in Parliament

পৃথক রাজ্যের দাবি নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রাজ্যসভার নয়া সাংসদ অনন্ত মহারাজ ৷ তিনি জানিয়েছেন, এই দাবিতে যা বলার তিনি সংসদে বলবেন ৷

Ananta Maharaj
অনন্ত মহারাজ

By

Published : Jul 18, 2023, 9:41 PM IST

কোচবিহারে ফিরলেন অনন্ত মহারাজ

কোচবিহার, 18 জুলাই: রাজ্যসভার বিজেপি প্রার্থী পদে তাঁর নাম ঘোষণার পর থেকেই জল্পনা, তাহলে কি পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসছেন নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ ৷ তবে সেই দাবি নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন বিজেপির নবনিযুক্ত এই সাংসদ । অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার কলকাতা থেকে কোচবিহারে ফেরেন ৷ এ দিন তিনি বলেন, "যা বলার পার্লামেন্টে বিস্তারিত বলব । তখন শুনতে পারবেন ।"

তবে বিষয়টি নিয়ে অনন্ত মহারাজ ও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল । রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, "পৃথক রাজ্যের দাবি নিয়ে বিজেপি ও অনন্ত মহারাজের অবস্থান স্পষ্ট নয় । ওনাদের অবস্থান স্পষ্ট হওয়া উচিত ।" পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন মহারাজ অনন্ত রায়ের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । উত্তরবঙ্গ ও অসমের একটা বড় অংশে অনন্ত মহারাজের প্রভাব রয়েছে । দীর্ঘদিন ধরে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির সম্পর্ক ভালো । আর যার কারণে বিভিন্ন নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি ।

গত 2019-এর লোকসভা ও 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটপ্রচারে অংশ নিয়েছিল অনন্ত মহারাজ । আর এরপরেই অনন্ত মহারাজের সঙ্গে সুসম্পর্ক করতে উদ্যোগী হয় তৃণমূল । এর আগে অনন্ত মহারাজের উদ্যোগে আয়োজিত হয় চিলারায়ের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান ৷ তাতে মহারাজের আমন্ত্রণে কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছিলেন ।

আরও পড়ুন:গ্রেটার কোচবিহার প্রসঙ্গ এড়ালেন অনন্ত মহারাজ, পেশ করলেন মনোনয়ন

পাশাপাশি বিজেপির নেতা মন্ত্রীরা বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মহারাজের সঙ্গে যোগাযোগ রাখছিলেন । এরপর গত 11 জুলাই মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনন্ত মহারাজের বাড়ি গিয়ে তাঁকে রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেন এবং সেই প্রস্তাবে রাজি হন অনন্ত মহারাজ । এরপর সাংসদ নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার কোচবিহারে ফেরেন তিনি । সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায়-সহ বিজেপি ও গ্রেটারের নেতা কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details