কোচবিহার, 27 মে :স্ত্রীয়ের রয়েছে অন্য কারোর সঙ্গে সম্পর্ক ! এমনটাই সন্দেহ স্বামীর ৷ এনিয়ে প্রথমে শুরু হয় ঝগড়া ৷ সেখান থেকে বচসা পরিণতি হয় ধারালো অস্ত্রের কোপে ৷ স্বামী-স্ত্রীকে কুপিয়ে খুনের পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে (Cooch Behar Extramarital affair Murder) ৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ওই ঘটনাস্থলে পৌঁছন পুন্ডিবাড়ি থানার পুলিশ । ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণ সরকার ও তার স্ত্রী পঞ্চমী সরকার এই দু'জনের মধ্যেই পারিবারিক অশান্তি ছিল দীর্ঘদিন ধরেই। তাদের দুই ছেলে রয়েছে ৷ নারায়ণ সরকার তার স্ত্রীকে সন্দেহের চোখে দেখত। বৃহস্পতিবার তার স্ত্রী পঞ্চমী সরকার বাপের বাড়ি গিয়েছিলেন সেখান থেকে রাত ন'টা নাগাদ বাড়ি ফিরে আসেন । এরপরই দু'জনের মধ্যে শুরু হয় বচসা, যা এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে শুক্রবার ভোরের দিকে নারায়ণ সরকার তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলে ।