কোচবিহার, 06 অক্টোবর: চিকিৎসকের কাছে যাওয়ার সময় গণধর্ষণের শিকার স্ত্রী (Husband Died By Suicide) ৷ বিচার চেয়ে সালিশি সভার দাবি জানালেও সুরাহা হয়নি ৷ অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন নির্যাতিতার স্বামীর ৷ এমনটাই দাবি, পরিবারের সদস্যদের ৷ কোচবিহারের মেখলিগঞ্জের ঘটনা ৷
নির্যাতিতার অভিযোগ, গত 27 সেপ্টেম্বর সকালে ছেলে-মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ওই মহিলার মেখলিগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান চিকিৎসার জন্য ৷ সেই সময় হাসপাতাল যাওয়ার পথে স্থানীয় দুই ব্যক্তি ওই মহিলাকে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে জামালদহ ফরেস্ট নিয়ে গিয়ে নির্যাতন করে। অভিযুক্তদের সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তি সমস্ত ঘটনার ভিডিয়ো করে ৷ নির্যাতনের কথা বাড়িতে জানালে প্রাণনাশের হুমকি দেয় তারা ৷ ব্যঙ্গালোরে নির্মাণ শ্রমিকের কাজ করা ওই মহিলার স্বামী ঘটনার কথা জানতে পেরে কোচবিহারে ফিরে আসেন ৷ বিচার চেয়ে সালিশি সভার আয়োজন করলেও, সেখানে গ্রামের কেউ উপস্থিত হয়নি ৷ এরপর মহিলার স্বামী 2 অক্টোবর অর্থাৎ গত রবিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন (Husband Died by Suicide After Wife Rape ) ৷