পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তার দাবিতে অনশনে বসার সিদ্ধান্ত - Block administration

ভোটবয়কটের ডাকে মিলেছিল প্রতিশ্রুতি, ভোটপর্ব মিটে গেলেও দেখা নেই রাস্তার । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী 157 জামালদহ চিতিয়ারডাঙ্গা গ্রামের ঘটনা ।

রাস্তার দাবিতে অনশনে বসার সিদ্ধান্ত

By

Published : Aug 14, 2019, 3:23 PM IST

Updated : Aug 15, 2019, 3:42 PM IST

কোচবিহার, 14 অগাস্ট : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী 157 জামালদহ চিতিয়ারডাঙ্গা । এই গ্রামে ঢোকার রাস্তা বেহাল । বছরের পর বছর সংস্কার করার আশ্বাস দেওয়া হলেও কাজ হয়নি । রাস্তা সংস্কারের দাবিতে গত পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটের আগে ভোট বয়কটের ডাক দিয়েছিল গ্রামবাসীরা । শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে গ্রামের মানুষ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল । কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও রাস্তা পাকা হয়নি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গ্রামবাসীদের অভিযোগ, "একমাত্র রাস্তা আজ ব্যবহার করতে পারছি না । গ্রামে যাতায়াতের ভালো রাস্তা নেই । স্থানীয় নেতা এবং প্রশাসন বার বার শুধু প্রতিশ্রুতিই দিয়েছে । কেউ কাজ করছে না ৷ আমরা রাস্তা চাই । আমরা প্রশাসনের দপ্তরে অনশনে বসব ।" অন্যদিকে, এই বিষয়ে মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে ৷

মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক নেতা উদয় রায় বলেন, "গ্রামবাসীরা অনেক দিন ধরে সমস্যায় আছে । আমাদের (প্রাক্তন) সাংসদ বিজয় চন্দ্র বর্মণ ওই গ্রামে কয়েকবার গেছেন ৷ রাস্তাটি সংস্কার করার জন্য আমরাও চেষ্টা করছি ।"

Last Updated : Aug 15, 2019, 3:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details