কোচবিহার,19 অগাস্ট : কোরোনা আবহের মধ্যেই রাজ্যে বেসরকারি বাস পরিষেবা চালু হলেও ভিন রাজ্যের সঙ্গে বাস পরিষেবা এখনও চালু হয়নি ৷ এর ফলে কয়েকশো বাসকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা চরম আর্থিক সংকটে। গত 5 মাস ধরে এই পরিস্থিতি চলছে । বাসকর্মী ও তাঁদের পরিবারের বক্তব্য ,প্রথমদিকে মালিক পক্ষ কিছু সহযোগিতা করলেও এখন আর করছে না। তারাই বা কতদিন করবে, কারণ তাদের আয়ও বন্ধ হয়ে আছে। এই পরিস্থিতিতে তাঁদের জীবনধারণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও কবে থেকে ভিনরাজ্যের সাথে বাস পরিষেবা চালু হবে এবিষয়ে পরিস্কার করে কিছু জানাতে পারেননি জেলা প্রশাসনের কর্তারা।
কোচবিহার থেকে এরাজ্যের বিভিন্ন জেলায় যেমন বাস চলাচল করে তেমনই উত্তর পূর্বের অসম, মেঘালয়, অরুণাচলপ্রদেশে বেসরকারি বাস যায়। প্রতিদিন অন্তত 100 বাস কোচবিহারের বক্সিরহাট ও আলিপুরদুয়ারের শ্রীরামপুর গেট দিয়ে উত্তর পূর্বের এই রাজ্যগুলোতে চলাচল করে। কোরোনা পরিস্থিতির কারণে 22 মার্চ থেকে কোচবিহার থেকে উত্তর পূর্বের এই রাজ্যগুলোতে বাস চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছে। ফলে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন কয়েকশো বাসকর্মী। বাসকর্মীরা বলেন, "আনলকপর্ব শুরু হতেই সরকার এরাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে বাস পরিষেবা চালু করলেও অসমের সাথে বাস পরিষেবা চালু করছে না। ফলে রোজগার একদম বন্ধ। আগে অসম রুটের যেকোনও বাসে গেলেই প্রতিদিন 500-700 টাকা নিয়ে বাড়ি ফিরতাম। আপার অসম কিংবা মেঘালয় , অরুণাচল হলে 1000-1200 টাকা নিয়ে বাড়ি ফিরতাম। কিন্তু লকডাউনে সব শেষ।"
কবে চালু হবে বাস পরিষেবা কেউ বলতে পারছে না। বাসকর্মীরা বলেন, "আগে বাসস্ট্যান্ডে গিয়ে বসে থাকতাম। বাসগুলোর অবস্থা দেখলেও খারাপ লাগে। টায়ার নষ্ট হয়ে যাচ্ছে। বাসের দেওয়ালে শেওলা জমে যাচ্ছে। ব্যাটারি বসে যাচ্ছে। একটা সময় কোচবিহারের যে বেসরকারি বাসস্ট্যান্ডে হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকতো, এখন সেখানে খাঁখাঁ করে। মাঝেমধ্যে কিছু বাসকর্মী এসে সময় কাটিয়ে চলে যায়।"