কোচবিহার, ১৮ মার্চ : বিপুল পরিমাণ গাঁজা ও একটি আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশ। ধৃতদের নাম বাবলু কুমার(২০) এবং রবি কুমার(২২)। দু'জনেরই বাড়ি বিহারে।
কোচবিহারে বাজেয়াপ্ত ১০ প্যাকেট গাঁজা, ধৃত ২ - গাঁজা
বিপুল পরিমাণ গাঁজা ও একটি আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশ।
ধৃত দুই
গতকাল কোচবিহারের বক্সিরহাট থানার অন্তর্গত কাশিয়াবাড়ি নাকা পয়েন্টে চেকিংয়ের সময় মেঘালয় নম্বরের একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটকে তল্লাশি চালায়। গাড়ির পিছনের সিটে ১০ প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ। ২২ রাউন্ড গুলিসহ একটি বন্দুকও উদ্ধার করে।
গাড়ির চালকসহ দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কোচবিহার জেলা আদালতে তোলা হয়।