কোচবিহার, 11 সেপ্টেম্বর: ওষুধের র্যাপার দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কোচবিহারের দেবীবাড়ি এলাকার গৃহবধূ সোমা মুখোপাধ্যায়। মাত্র চার ইঞ্চি উচ্চতার ওই প্রতিমা তৈরি করতে সময় লেগেছে দু'মাস । ঘনিষ্ঠদের কাছ থেকে ওষুধের র্যাপার সংগ্রহ করে বাড়িতে বসেই ওই প্রতিমা তৈরি করেছেন সোমা (Durga Puja 2022) ।
গত বেশ কয়েকবছর ধরেই পুজোর আগে এই ধরনের রকমারি জিনিস দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন তিনি । আগের বছর সোমা রান্নাঘরে ব্যবহৃত 26 রকমের মশলা ও খাদ্যশস্য দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন । শুকনো লঙ্কার ডাঁটি দিয়ে দেবীদুর্গার ত্রিশুল বানিয়ে ছিলেন, তেমনই আদার আঁশ দিয়ে তৈরি করেছিলেন চুল ।
2020 সালে সোমা একটি দেশলাই কাঠির ওপর মডেলিং ক্লে দিয়ে 0.6 সেন্টিমিটার উচ্চতার দুর্গা তৈরি করেছিলেন । সিল্কের সুতো দিয়ে দুর্গার চুল ও সোনামুখি সুঁচের ভাঙা একটি টুকরো দিয়ে ত্রিশুল তৈরি করেছিলেন তিনি । এছাড়াও 2018 সালে 5 ইঞ্চি ও 2019 সালে 4 ইঞ্চি উচ্চতার দুর্গা গড়েছিলেন মডেলিং ক্লে দিয়ে । সোমা বলেন, "আগে একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করতাম আমি । সেসময় পুজোর ছুটিতে আমাদের মডেল তৈরি করতে দেওয়া হয়েছিল । আমি তখন একটি ছোট্ট প্রতিমা গড়ি । বহু মানুষ প্রশংসা করেন । সেখানে থেকেই প্রতিমা তৈরির ভাবনা আসে ।"