কোচবিহার, 20 জানুয়ারি : পথ দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা কোচবিহারে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কোচবিহারের চকচকা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চলে । পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বাধে । আহত হন কোচবিহার থানার IC এবং আর এক পুলিশকর্মী ।
কিশোরের মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ কোচবিহারে - Coochbehar
চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ । পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ কোচবিহারের চকচকা এলাকায় । আহত হয়েছেন IC । আটক করা হয়েছে 10 জনকে ।
কয়েকদিন আগে পার্থ ভৌমিক নামে ওই কিশোর পথ দুর্ঘটনায় আহত হয় । তাকে চকচকা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে সেখানে তার মৃত্যু হয় । এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় পার্থর পরিবারের লোকজন । যোগ দেয় স্থানীয়রাও । হাসপাতালে ভাঙচুর হয়ে গেলে তারা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । অবরোধ তুলতে সেখানে পুণ্ডিবাড়ি ও কোচবিহার থানার পুলিশ পৌঁছালে দু'পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের দু'টি শেল ফাটায় ।
ঘটনায় কোচবিহার থানার IC সৌম্যজিৎ রায় এবং আর এক পুলিশকর্মী আহত হন । পরে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় 10 জনকে আটক করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ ।