চ্যাংরাবান্ধা, 25 এপ্রিল : ভারতের জ়িরো পয়েন্ট এলাকায় মানসিক ভারসাম্যহীনের অনুপ্রবেশের চেষ্টা । অভিযোগ, তাঁকে সাহায্য করে কয়েকজন বাংলাদেশি । বাধা দেয় ভারতের সীমান্ত রক্ষা বাহিনী । আর তখনই BSF জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়ে ওই বাংলাদেশিরা । পালটা গুলি চালান BSF জওয়ানরা । গতকাল এই ঘটনার কিছুক্ষণ পরেই দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয় ।
গতকাল চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতের জ়িরো পয়েন্ট এলাকায় বাংলাদেশের এক মানসিক ভারসাম্যহীন ঢোকার চেষ্টা করে । তাঁকে এই কাজে কয়েকজন বাংলাদেশি সাহায্য করে বলে অভিযোগ BSF-এর । অনুপ্রবেশে বাধা দেয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী । অভিযোগ, তখনই অনুপ্রবেশে সাহায্যকারী ওই বাংলাদেশিরা BSF জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে । আত্মরক্ষার জন্য দুই রাউন্ড গুলি চালান BSF জওয়ানরা । ফলে উত্তেজনা ছড়ায় জ়িরো পয়েন্ট এলাকাজুড়ে ।