পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশি-BSF সংঘর্ষ, উচ্চ পর্যায়ের বৈঠক দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর

মানসিক ভারসাম্যে অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর সংঘর্ষ । সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠক দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর ।

Bangladesh and India meeting
বাংলাদেশ ও ভারতের বৈঠক

By

Published : Apr 25, 2020, 9:10 AM IST

চ্যাংরাবান্ধা, 25 এপ্রিল : ভারতের জ়িরো পয়েন্ট এলাকায় মানসিক ভারসাম্যহীনের অনুপ্রবেশের চেষ্টা । অভিযোগ, তাঁকে সাহায্য করে কয়েকজন বাংলাদেশি । বাধা দেয় ভারতের সীমান্ত রক্ষা বাহিনী । আর তখনই BSF জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়ে ওই বাংলাদেশিরা । পালটা গুলি চালান BSF জওয়ানরা । গতকাল এই ঘটনার কিছুক্ষণ পরেই দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয় ।

গতকাল চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতের জ়িরো পয়েন্ট এলাকায় বাংলাদেশের এক মানসিক ভারসাম্যহীন ঢোকার চেষ্টা করে । তাঁকে এই কাজে কয়েকজন বাংলাদেশি সাহায্য করে বলে অভিযোগ BSF-এর । অনুপ্রবেশে বাধা দেয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী । অভিযোগ, তখনই অনুপ্রবেশে সাহায্যকারী ওই বাংলাদেশিরা BSF জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে । আত্মরক্ষার জন্য দুই রাউন্ড গুলি চালান BSF জওয়ানরা । ফলে উত্তেজনা ছড়ায় জ়িরো পয়েন্ট এলাকাজুড়ে ।

বিষয়টি উচ্চপদস্থদের কানে পৌঁছাতেই তাঁরা বৈঠকের ব্যবস্থা করেন । সেইমতো গতকালই চ্যাংরাবান্ধা সীমান্তর জ়িরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয় । সেখানে বাংলাদেশ সীমান্ত রক্ষার রংপুর সেক্টরের DIG আলিমুর করিম চৌধুরি-সহ 44 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন । আর ভারতের তরফে BSF-এর জলপাইগুড়ি সেক্টরের DIG মহেন্দ্র সিং সারন, 148 নম্বর ব্যাটেলিয়নের CO বি সাহু-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

বৈঠকে ঘণ্টাখানেক ধরে আলোচনা হয় । ভবিষ্যতে যাতে আর কোনওরকম ভুল বোঝাবুঝি না হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ করার বিষয়ে সম্মতি প্রদান করে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী । কোরোনা নিয়ে সচেতনা ও সহযোগিতার বিষয়েও উভয় দেশের মধ্যে আলোচনা হয় ।

এই বিষয়ে BSF-এর উত্তরবঙ্গের DIG(G) আর আর শর্মা জানান, কোরোনা পরিস্থিতি ও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে ।

ABOUT THE AUTHOR

...view details