পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলিকে কেন্দ্র করে বিক্ষোভ অব্যাহত - Transfer

কোচবিহার জেলার স্বাস্থ্য আধিকারিকের বদলির ঘটনাকে কেন্দ্র করে গত রাত থেকেই বিক্ষোভ দেখায় স্বাস্থ্যকর্মীরা। আজ সকালে কয়েকশো স্বাস্থ্যকর্মী জেলাশাসকের দপ্তরের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখায়।

Agitation of coochbehar health workers
Agitation of coochbehar health workers

By

Published : Jun 4, 2020, 4:29 PM IST

কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলিকেকেন্দ্র করে বিক্ষোভ অব্যাহত

কোচবিহার, 4জুন : কোরোনা আবহের মাঝেই বদলি করা হলকোচবিহার জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিককে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলিরঘটনায় কাল রাত থেকেই স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। আজ সকালে কয়েকশোস্বাস্থ্যকর্মী কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখায়। তারাবলেন,যতক্ষণএই আদেশ প্রত‍্যাহার করা হবে না,ততক্ষণ আন্দোলন চলবে।

কোচবিহারজেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,প্রতিদিনই জেলায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক ঢুকছেন। এইপরিস্থিতির মাঝেই বুধবার সন্ধ্যায় কোচবিহার জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক সুমিতগাঙ্গুলীর বদলির আদেশ আসে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। আদেশ প্রত‍্যাহারেরদাবিতে রাত থেকেই কোচবিহার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ শুরু করেন স্বাস্থ্যকর্মীরা।

গতরাতের রেশ ধরেই আজ দিনভর সেই বিক্ষোভ চলছে। আজ সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীরবীন্দ্রনাথ ঘোষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করলেও কোনও সুরাহা মেলেনি । যদিওকোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন,এটা রুটিন বদলি।

পরিযায়ীশ্রমিকরা কোচবিহার জেলায় ঢুকতেই কোরোনা রোগীর সন্ধান মিলতে শুরু করেছে। বর্তমানেজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৮ । এদের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ABOUT THE AUTHOR

...view details