পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে রাজ্যপাল, সকাল থেকেই তৈরি কড়া নিরাপত্তার বলয় - Governor at Coochbehar

এদিন সকাল থেকে মাথাভাঙা শহর, শীতলকুচি এলাকায় পুলিশের তরফে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা ।

কোচবিহারে রাজ্যপাল, সকাল থেকেই তৈরি কড়া নিরাপত্তার বলয়
কোচবিহারে রাজ্যপাল, সকাল থেকেই তৈরি কড়া নিরাপত্তার বলয়

By

Published : May 13, 2021, 1:06 PM IST

কোচবিহার, 13 মে :আজ, বৃহস্পতিবার কোচবিহার সফরে রাজ্যপাল জগদীপ ধনখড় । মাথাভাঙা, শীতলকুচি এলাকায় আসবেন তিনি । রাজ্যপালের সফর ঘিরে রাজ্য পুলিশের তরফে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা ।

বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের একাধিক এলাকায় হিংসার ঘটনা ঘটে । রাজনৈতিক সংঘর্ষ প্রাণ গিয়েছে অনেকের । নির্বাচনের দিনে শীতলকুচিতে মৃত্যু হয়েছে পাঁচ জনের । ভোটের ফলাফলে পর হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে শীতলকুচি, সিতাই, দিনহাটা, মাথাভাঙা প্রভৃতি এলাকা ।

নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে আসছেন রাজ্যপাল । নির্বাচন পরবর্তী সংঘর্ষ, হিংসার ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে পরিদর্শন করবেন তিনি । বৃহস্পতিবার সকাল 11 টায় কোচবিহার আসবেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখানে মাথাভাঙা, শীতলকুচি, সিতাই এলাকায় পরিদর্শন করবেন তিনি ।

আরও পড়ুন :200 ছেলে নিয়ে মারধরের হুমকি, ভাইরাল অডিয়োয় বিতর্কে বিজেপি নেতা

এদিন সকাল থেকে মাথাভাঙা শহর, শীতলকুচি এলাকায় পুলিশের তরফে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা ।

ABOUT THE AUTHOR

...view details