কোচবিহারে ভোট সন্ত্রাসে নিহতদের বাড়িতে রাজ্যপাল কোচবিহার, 1 জুলাই: ভোট-সন্ত্রাসে উত্তপ্ত কোচবিহারে শনিবার দিনভর বিভিন্ন জায়গায় ঘুরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কখনও রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন ৷ আবার কখনও তাঁর গাড়ি দেখে অভিযোগ জানাতে ছুটে এলেন বাম-কংগ্রেস নেতারা ৷ নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া হিংসাত্মক পরিস্থিতিতে যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেখতে হাসপাতালেও গেলেন তিনি ৷ একই সঙ্গে গেলেন গেলেন নিহত বিজেপি কর্মীদের বাড়িতে ৷ তাছাড়া রাজ্যপাল এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ও কোচবিহারের বিজেপি বিধায়কদের সঙ্গে সার্কিট হাউজে বৈঠকও করেন ৷
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসের অভিযোগ উঠছে ৷ বিরোধীদের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসই ভোটের ময়দানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে রেখেছে ৷ কোথাও কোথাও বিরোধীদের দিকেও হিংসা ছড়ানোর অভিযোগ উঠছে ৷ এই অবস্থায় শুরু থেকেই নির্বাচনে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে বারবার বার্তা দিতে দেখা গিয়েছে রাজ্যপালকে ৷ রাজভবনে কন্ট্রোল রুমে খুলে অভিযোগও নিচ্ছেন তিনি ৷
কোচবিহারে রাজ্যপাল সিভি আনন্দ বোস আবার বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন ৷ দক্ষিণবঙ্গে তাঁকে ভাঙড় ও ক্যানিংয়ে যেতে দেখা গিয়েছে ৷ শনিবার তিনি উত্তরবঙ্গের জেলা কোচবিহারে ঘুরলেন ৷ যাঁরা সন্ত্রাসের অভিযোগ তুলছেন, তাঁদের কথা মন দিয়ে শোনেনও তিনি ৷ পাশাপাশি কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জে নিহত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতে যান রাজ্যপাল । গুলিতে নিহত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতেও রাজ্যপাল যান । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ হাসপাতালে গিয়ে তিনি দেখা করেন আক্রান্ত বিজেপি কর্মী কৃষ্ণ রবিদাসের সঙ্গে ৷
এ দিকে রাস্তায় রাজ্যপালকে দেখে অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ৷ কেউ কেউ তো রাজ্যপালের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন ৷ অন্যদিকে দিনহাটায় রাজ্যপালের কনভয় দেখে দৌড়ে আসেন বাম-কংগ্রেস নেতা-কর্মীরা ৷ গাড়িতেই বসে তাঁর কথা শুনতে শুরু করেন রাজ্যপাল ৷ কিন্তু মাঝপথে পুলিশ এসে তাঁদের সরিয়ে নিয়ে যায় ৷ বাম-কংগ্রেস নেতাদের অভিযোগ, রাজ্যপাল তাঁদের অভিযোগ শুনছিলেন৷ কিন্তু পুলিশ শুনতে দিল না ৷
আরও পড়ুন:তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপালের দরবারে নিশীথ