পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bikash on Corruption: দুর্নীতি আড়াল করতে সর্বশক্তি দিয়ে প্রশাসনকে ব্যবহার করছে সরকার: বিকাশ - Bikash on Corruption

রাজ্য সরকার দুর্নীতি আড়াল করতে সর্বশক্তি ব্যবহার করছে (Government uses administration to hide corruption)৷ এই দুর্নীতির বিরুদ্ধে পালটা প্রতিরোধ গড়ে তুলতে হবে (Bikash on Corruption)৷ কোচবিহারে (Cooch Behar) বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।

government uses administration to hide corruption, Bikash Ranjan Bhattacharya says at Cooch Behar
দুর্নীতি আড়াল করতে সর্বশক্তি দিয়ে প্রশাসনকে ব্যবহার করছে সরকার: বিকাশ

By

Published : Oct 21, 2022, 8:32 PM IST

কোচবিহার, 21 অক্টোবর:দুর্নীতির বিরুদ্ধে পালটা প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। শুক্রবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার (Cooch Behar) জেলা সম্মেলনে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি ৷

শুক্রবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মাথাভাঙার নিশিগঞ্জে । সেই জনসভায় যোগ দেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য । এ দিন তিনি দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণকে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন ।

নিশিগঞ্জ নিশিময়ী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এবিটিএ’র দশম ত্রিবার্ষিক কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় । সেখানে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশিস সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার পাইন-সহ আরও অনেকে । এ দিনের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের শিক্ষক প্রতিনিধিদের পাশাপাশি প্রচুর বাম কর্মী-সমর্থকও উপস্থিত ছিলেন ।

বিকাশরঞ্জন এ দিন বলেন, "দুর্নীতিকে আড়াল করার জন্য প্রশাসনকে ব্যবহার করছে সরকার (Government uses administration to hide corruption)৷ দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় টিকে থাকতে অপরাধ আড়াল করার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে । এই দুর্নীতির বিরুদ্ধে পালটা প্রতিরোধ গড়ে তুলতে হবে ৷"

আরও পড়ুন:হাজতে ভরল পুলিশ, রাত কাটল দুষ্কৃতীদের সঙ্গে; 'অভিশপ্ত জন্মদিন' অনশনরত চাকরিপ্রার্থীর

গতকাল করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ বলপূর্বক তুলে দেওয়ার ঘটনায় রাজ্য সরকারকে একহাত নিয়েছেন তিনি । তিনি বলেন, "এই ঘটনায় বিস্মিত হওয়ার কিছু নেই । পালটা প্রতিরোধ গড়ে তুলতে হবে । গোটা সমাজের সব মানুষকে একত্র হতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details