কোচবিহার, 21 অক্টোবর:দুর্নীতির বিরুদ্ধে পালটা প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। শুক্রবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার (Cooch Behar) জেলা সম্মেলনে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি ৷
শুক্রবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মাথাভাঙার নিশিগঞ্জে । সেই জনসভায় যোগ দেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য । এ দিন তিনি দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণকে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন ।
নিশিগঞ্জ নিশিময়ী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এবিটিএ’র দশম ত্রিবার্ষিক কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় । সেখানে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশিস সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার পাইন-সহ আরও অনেকে । এ দিনের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের শিক্ষক প্রতিনিধিদের পাশাপাশি প্রচুর বাম কর্মী-সমর্থকও উপস্থিত ছিলেন ।