পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে ভাঙচুরের অভিযোগ - Coochbehar

গোপালপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস । অভিযোগ BJP কর্মীদের বিরুদ্ধে । তৃণমূল কংগ্রেস পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতি বর্মণ মাথাভাঙা থানায় অভিযোগ জানিয়েছেন৷

Coochbehar
মাথাভাঙায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে ভাঙচুর

By

Published : Feb 12, 2020, 11:50 PM IST

Updated : Feb 13, 2020, 12:31 AM IST

মাথাভাঙা, 12 ফেব্রুয়ারি : মাথাভাঙা থানার গোপালপুরে গতকাল BJP-র সভা ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । এবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর ভাঙচুরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ গতকাল এলাকায় দিনভর তৃণমূল ও BJP-র মধ্যে চলেছিল রাজনৈতিক উত্তেজনা ।BJP-র সভা মঞ্চ ভাঙা থেকে শুরু করে সায়ন্তন বসুকে অভিনন্দন যাত্রা না করতে দেওয়ার অভিযোগে উত্তপ্ত ছিল মাথাভাঙার গোপালপুর এলাকা ।

এবার গোপালপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস । অভিযোগ BJP কর্মীদের বিরুদ্ধে । তৃণমূল কংগ্রেস পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতি বর্মন মাথাভাঙা থানায় অভিযোগ জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, "গতকাল কিছু দুষ্কৃতী গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঢুকে জানালার কাচ ভেঙে দেয় । চেয়ার, টেবিল, কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি নানাবিধ আসবাবপত্র ভাঙচুর করে ।" এমনকি বেশ কিছু কাগজপত্র লুটপাট করে নেওয়ারও অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

মাথাভাঙায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে ভাঙচুর

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে BJP-র স্থানীয় নেতৃত্ব । BJP-র তরফে রঞ্জন বর্মণ জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত কার্যালয় ভাঙচুরের সঙ্গে BJP-র কেউ জড়িত নন । আজ সকালে শুনতে পাচ্ছি ভাঙচুর হয়েছে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ৷ এতে BJP যুক্ত নয় । তৃণমূল কর্মীরা নিজেরাই ভেঙে দিয়ে BJP-র বদনাম করছে ৷"

স্থানীয় তৃণমূল নেতা জগদীশ ডাকুয়া জানান, "BJP কর্মীরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে হামলা চলিয়েছে৷ "

Last Updated : Feb 13, 2020, 12:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details