পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় সায়ন্তন বসুর সভায় ভাঙচুর - মাথাভাঙ্গা থানা

মাথাভাঙায় সায়ন্তন বসুর সভার আগে ভাঙচুর করা হয় সভাস্থান ৷ BJP-র অভিযোগ, তৃণমূলের তরফে এই ভাঙচুর চালানো হয় ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও আনা হয়েছে BJP-র তরফে ৷

Coochbehar
সায়ন্তন বসুর সভায় ভাঙচুর

By

Published : Feb 11, 2020, 6:57 PM IST

মাথাভাঙা, 11 ফেব্রুয়ারি : মাথাভাঙার গোপালপুরে সায়ন্তন বসুর সভা ঘিরে উত্তেজনা ৷ সভায় পৌঁছানোর আগেই সায়ন্তন বসুর সভামঞ্চ ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ BJP-র দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব সভা বানচাল করতেই এই কাজ করেছে । কিন্তু, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷

ভাঙচুর যখন হয় তখন ঘটনাস্থানে ছিলেন না সায়ন্তন ৷ ভাঙচুরের খবর পেয়ে তিনি দ্রুত সভাস্থানের দিকে যাওয়ার চেষ্টা করেন ৷ সায়ন্তকে ঘিরে ফের অশান্তি হতে পারে ৷ সেই আশঙ্কায় তাঁকে ব্যারিকেড করে ঘটনাস্থানে নিয়ে যায় পুলিশ ৷ ঘটনাস্থানে পৌঁছে সায়ন্তন অভিযোগ করেন, পুলিশের মদতেই তৃনমূল কংগ্রেস এই হামলা চালায় । ঘটনার প্রতিবাদ ওই এলাকায় মিছিল করে স্থানীয় BJP নেতৃত্ব ৷

সভা ঘিরে গোলমাল নিয়ে কী বলছেন সায়ন্তন বসু

সেই মিছিল থেকে সায়ন্তন বলেন, "আমি আসলেই আমাকে আটকে দেওয়া হয় প্রতিবার ৷ আজ কোনওরকমে মিছিলটা করতে পারছি ৷ এর আগে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে ৷ গোলমাল পাকানো হয়েছে ৷ আমাদের কর্মীদেরও আটকানোর চেষ্টাও পুলিশ করেছে ৷"

জানা গেছে, ভাঙচুরের জেরে উত্তেজিত BJP কর্মীরা স্থানীয় এক তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় ৷

ABOUT THE AUTHOR

...view details