পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ananta Maharaj: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে সরকার, নিশীথের সঙ্গে সাক্ষাতের পর ফের বিস্ফোরক অনন্ত মহারাজ

শুক্রবার কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়িতে যান গ্রেটার নেতা অনন্ত মহারাজ (Ananta maharaj) ৷ তিনি দাবি করলেন, শীঘ্রই উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেবে কেন্দ্র ৷

GCPA Leader Ananta Maharaj says Government will announce North Bengal as Union Territory
Ananta Maharaj: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে সরকার, নিশীথের সঙ্গে সাক্ষাতের পর ফের বিস্ফোরক অনন্ত মহারাজ

By

Published : Nov 4, 2022, 8:22 PM IST

কোচবিহার, 4 নভেম্বর: দিন কয়েক আগে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল গ্রেটার নেতা অনন্ত মহারাজকে (Ananta maharaj) ৷ সেদিন শিলিগুড়িতে সরকারি উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি ৷ আর শুক্রবার তিনি সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সঙ্গে ৷ তবে দু’দিনই তাঁর বক্তব্য একই রয়ে গেল ৷ এদিনও তিনি দাবি করলেন, উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ শীঘ্রই ঘোষণা হবে ৷

কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে বাড়ি নিশীথ প্রামাণিকের ৷ শুক্রবার সেখানেই যান অনন্ত মহারাজ ৷ প্রায় ঘণ্টাখানেক তিনি সেখানে ছিলেন ৷ তার পর তিনি বলেন, ‘‘দেখা করে বেশ কিছু আলোচনা হল । পজিটিভ আলোচনা হয়েছে । উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা সরকার করে দিয়েছে । শুধু সময়ের অপেক্ষা ।’’

Ananta Maharaj: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে সরকার, নিশীথের সঙ্গে সাক্ষাতের পর ফের বিস্ফোরক অনন্ত মহারাজ

এর আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি একাধিকবার শোনা গিয়েছে বিজেপি (BJP) নেতাদের মুখে ৷ এই নিয়ে বিতর্কও হয়েছে অনেক ৷ বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ অথচ সেই একই কথা শোনা গেল অনন্ত মহারাজের মুখে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে উত্তরবঙ্গকে স্বীকৃতি দিচ্ছে মোদি সরকার (Modi Government) ? এই প্রশ্নই করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে ৷ তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান ৷ বরং বলেন, ‘‘ওঁর (অনন্ত মহারাজ) সঙ্গে আমার সম্পর্ক রয়েছে । সেই মতো উনি আমার বাড়িতে আসেন । আমিও মাঝে মধ্যে তাঁর সঙ্গে দেখা করতে যাই ।’’

রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের রাজবংশীদের মধ্যে অনন্ত মহারাজের প্রভাব ভালো ৷ সেই কারণে তাঁকে পাশে চায় সব রাজনৈতিক দল ৷ 2019 এর লোকসভা নির্বাচন ও 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির পাশে ছিলেন তিনি ৷ তার ফল ভোটেই মিলেছে ৷ এখন দেখার 2023 এর পঞ্চায়েত নির্বাচন ও 2024 এর লোকসভা নির্বাচনে তিনি কার পাশে থাকেন ?

আরও পড়ুন:দলের একাংশ রুষ্ট, কর্মী-সমর্থকদের নিয়ে সভা করলেন জিসিপিএ নেতা বংশীবদন

ABOUT THE AUTHOR

...view details