পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ananta Maharaj: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে সরকার, নিশীথের সঙ্গে সাক্ষাতের পর ফের বিস্ফোরক অনন্ত মহারাজ - তৃণমূল কংগ্রেস

শুক্রবার কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়িতে যান গ্রেটার নেতা অনন্ত মহারাজ (Ananta maharaj) ৷ তিনি দাবি করলেন, শীঘ্রই উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেবে কেন্দ্র ৷

GCPA Leader Ananta Maharaj says Government will announce North Bengal as Union Territory
Ananta Maharaj: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে সরকার, নিশীথের সঙ্গে সাক্ষাতের পর ফের বিস্ফোরক অনন্ত মহারাজ

By

Published : Nov 4, 2022, 8:22 PM IST

কোচবিহার, 4 নভেম্বর: দিন কয়েক আগে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল গ্রেটার নেতা অনন্ত মহারাজকে (Ananta maharaj) ৷ সেদিন শিলিগুড়িতে সরকারি উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি ৷ আর শুক্রবার তিনি সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সঙ্গে ৷ তবে দু’দিনই তাঁর বক্তব্য একই রয়ে গেল ৷ এদিনও তিনি দাবি করলেন, উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ শীঘ্রই ঘোষণা হবে ৷

কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে বাড়ি নিশীথ প্রামাণিকের ৷ শুক্রবার সেখানেই যান অনন্ত মহারাজ ৷ প্রায় ঘণ্টাখানেক তিনি সেখানে ছিলেন ৷ তার পর তিনি বলেন, ‘‘দেখা করে বেশ কিছু আলোচনা হল । পজিটিভ আলোচনা হয়েছে । উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা সরকার করে দিয়েছে । শুধু সময়ের অপেক্ষা ।’’

Ananta Maharaj: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে সরকার, নিশীথের সঙ্গে সাক্ষাতের পর ফের বিস্ফোরক অনন্ত মহারাজ

এর আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি একাধিকবার শোনা গিয়েছে বিজেপি (BJP) নেতাদের মুখে ৷ এই নিয়ে বিতর্কও হয়েছে অনেক ৷ বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ অথচ সেই একই কথা শোনা গেল অনন্ত মহারাজের মুখে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে উত্তরবঙ্গকে স্বীকৃতি দিচ্ছে মোদি সরকার (Modi Government) ? এই প্রশ্নই করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে ৷ তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান ৷ বরং বলেন, ‘‘ওঁর (অনন্ত মহারাজ) সঙ্গে আমার সম্পর্ক রয়েছে । সেই মতো উনি আমার বাড়িতে আসেন । আমিও মাঝে মধ্যে তাঁর সঙ্গে দেখা করতে যাই ।’’

রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের রাজবংশীদের মধ্যে অনন্ত মহারাজের প্রভাব ভালো ৷ সেই কারণে তাঁকে পাশে চায় সব রাজনৈতিক দল ৷ 2019 এর লোকসভা নির্বাচন ও 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির পাশে ছিলেন তিনি ৷ তার ফল ভোটেই মিলেছে ৷ এখন দেখার 2023 এর পঞ্চায়েত নির্বাচন ও 2024 এর লোকসভা নির্বাচনে তিনি কার পাশে থাকেন ?

আরও পড়ুন:দলের একাংশ রুষ্ট, কর্মী-সমর্থকদের নিয়ে সভা করলেন জিসিপিএ নেতা বংশীবদন

ABOUT THE AUTHOR

...view details