কোচবিহার, 4 নভেম্বর: দিন কয়েক আগে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল গ্রেটার নেতা অনন্ত মহারাজকে (Ananta maharaj) ৷ সেদিন শিলিগুড়িতে সরকারি উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি ৷ আর শুক্রবার তিনি সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সঙ্গে ৷ তবে দু’দিনই তাঁর বক্তব্য একই রয়ে গেল ৷ এদিনও তিনি দাবি করলেন, উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ শীঘ্রই ঘোষণা হবে ৷
কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে বাড়ি নিশীথ প্রামাণিকের ৷ শুক্রবার সেখানেই যান অনন্ত মহারাজ ৷ প্রায় ঘণ্টাখানেক তিনি সেখানে ছিলেন ৷ তার পর তিনি বলেন, ‘‘দেখা করে বেশ কিছু আলোচনা হল । পজিটিভ আলোচনা হয়েছে । উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা সরকার করে দিয়েছে । শুধু সময়ের অপেক্ষা ।’’
এর আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি একাধিকবার শোনা গিয়েছে বিজেপি (BJP) নেতাদের মুখে ৷ এই নিয়ে বিতর্কও হয়েছে অনেক ৷ বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ অথচ সেই একই কথা শোনা গেল অনন্ত মহারাজের মুখে ৷