পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ananta Maharaj: কোচবিহার বাংলার বাইরে, মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে নেমে বিস্ফোরক অনন্ত মহারাজ

বুধবার সরকারি উদ্যোগে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি সেখানে বাংলা ভাগের বিপক্ষে সরব হন ৷ অথচ সেই মঞ্চ থেকে নেমে গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj) দাবি করলেন, কোচবিহার পশ্চিমবঙ্গের বাইরে ৷

gcpa-leader-ananta-maharaj-says-cooch-behar-is-not-part-of-west-bengal
Ananta Maharaj: কোচবিহার বাংলার বাইরে, মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে নেমে বিস্ফোরক অনন্ত মহারাজ

By

Published : Oct 19, 2022, 7:48 PM IST

শিলিগুড়ি, 19 অক্টোবর: বাংলা ভাগের দাবিকে উড়িয়ে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ যে মঞ্চ থেকে তিনি এদিন এই দাবি করেছেন, সেখান থেকে নেমে এসেই গ্রেটার কোচবিহার নেতা অন্তত মহারাজ (Ananta Maharaj) জানিয়ে দিলেন, কোচবিহার পশ্চিমবঙ্গের অংশ নয় ৷ অথচ তার কিছুক্ষণ আগেই মঞ্চে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা করেছেন ৷

বুধবার শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত হয় উত্তরের বিজয়া সম্মিলনী । আর সেই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলা ভাগের বিপক্ষে ফের সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘কোনও প্ররোচনায় পা দেবেন না ৷ সবাইকে একসঙ্গে থাকতে হবে ৷ কোনও ভাগাভাগি নয় ৷ বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ ৷’’

কোচবিহার বাংলার বাইরে, মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে নেমে বিস্ফোরক অনন্ত মহারাজ

সরকারি এই অনুষ্ঠান মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) নেতা অনন্ত মহারাজ ৷ যিনি বারবার পৃথক কোচবিহার রাজ্যের পক্ষে বারবার সরব হয়েছেন ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে কি তিনি এতদিনের দাবি থেকে সরে আসছেন ? অনুষ্ঠান শেষে তাঁকে সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় ৷

সেই সময় তিনি স্পষ্ট করে দেন যে এই ধরনের কোনও দাবি থেকে তিনি সরছেন না ৷ তিনি বলেন, ’’উনি (মুখ্যমন্ত্রী) বলছেন বঙ্গ হতে দেবেন না ৷ আমরা তো বঙ্গকে ভঙ্গ করতে চাই না ৷ আমাদের কোচবিহার নতুন করে গড়তে চাই ৷ কোচবিহার (Cooch Behar) কোথায়, পশ্চিমবঙ্গ কোথায় ? আগে ভৌগলিকভাবে দেখুন ৷ কোচবিহার পশ্চিমবঙ্গের (West Bengal) সঙ্গে নয় ৷ কোচবিহার আলাদা ৷ পশ্চিমবঙ্গের বাইরে ৷ আমার কাছে প্রমাণ আছে ৷ সরকারকে করতে হবে৷ সরকার করতে যাচ্ছে ৷ ভারত সরকার করতে যাচ্ছে ৷’’

ফলে বিতর্ক থামার বদলে নতুন করে তৈরি হয়েছে ৷ তবে এই বিতর্কিত বিষয়ে মন্তব্য করতে চাননি প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের (Trinamool Congress) বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায় ৷

শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যদিও এদিন অনন্ত মহারাজকে সরকারি মঞ্চে দেখে উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পেয়েছিলেন অনেকে৷ সেই জল্পনাকে বাড়িয়েছিলেন মহারাজ নিজেই ৷ মঞ্চ থেকে তিনি বলেন, "আমরা মিলন মেলায় একত্রিত হয়েছি । মহামিলনের আয়োজন যে রাজ্য সরকার করেছে তাতে নিজেকে অংশ নিতে পেরে আমি ধন্য । অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ করেছিল । আমি সাড়া না দিয়ে পারলাম না । আমার একটা আবেদন আমার এই ভূখণ্ডর মানুষ সংকটে রয়েছে । তাদের ভাষা, সংস্কৃতি ও ভারসাম্য যেন বজায় থাকে এই আবেদন করি ।"

গত লোকসভা নির্বাচনেও বিজেপির (BJP) সঙ্গে গাটছড়া বেঁধে লড়াই করেছিল অনন্ত মহারাজ । আর তার হাত ধরেই একপ্রকার আলিপুরদুয়ার থেকে কোচবিহার দারুণ ফলাফল করে বিজেপি । বিধানসভা নির্বাচনেও সারা রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করে ক্ষমতায় এলেও উত্তরে বিধানসভা নির্বাচনের ফলাফল মোটেও ভালো করেনি তারা । তার অন্যতম কারণ বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের জোট বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

রাজনৈতিক মহলের মতে, অনন্ত মহারাজকে নিজেদের দিকে টেনে মমতা উত্তরবঙ্গে হারানো শক্তি আবার ফিরে পেতে চাইছেন ৷ কিন্তু কোচবিহার নিয়ে অনন্ত মহারাজের অবস্থান সেই সমীকরণকে কোন দিকে নিয়ে যাবে, এখন সেটাই বড় প্রশ্ন ৷

আরও পড়ুন:বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details