শিলিগুড়ি, 19 অক্টোবর: বাংলা ভাগের দাবিকে উড়িয়ে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ যে মঞ্চ থেকে তিনি এদিন এই দাবি করেছেন, সেখান থেকে নেমে এসেই গ্রেটার কোচবিহার নেতা অন্তত মহারাজ (Ananta Maharaj) জানিয়ে দিলেন, কোচবিহার পশ্চিমবঙ্গের অংশ নয় ৷ অথচ তার কিছুক্ষণ আগেই মঞ্চে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা করেছেন ৷
বুধবার শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত হয় উত্তরের বিজয়া সম্মিলনী । আর সেই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলা ভাগের বিপক্ষে ফের সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘কোনও প্ররোচনায় পা দেবেন না ৷ সবাইকে একসঙ্গে থাকতে হবে ৷ কোনও ভাগাভাগি নয় ৷ বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ ৷’’
সরকারি এই অনুষ্ঠান মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) নেতা অনন্ত মহারাজ ৷ যিনি বারবার পৃথক কোচবিহার রাজ্যের পক্ষে বারবার সরব হয়েছেন ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে কি তিনি এতদিনের দাবি থেকে সরে আসছেন ? অনুষ্ঠান শেষে তাঁকে সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় ৷
সেই সময় তিনি স্পষ্ট করে দেন যে এই ধরনের কোনও দাবি থেকে তিনি সরছেন না ৷ তিনি বলেন, ’’উনি (মুখ্যমন্ত্রী) বলছেন বঙ্গ হতে দেবেন না ৷ আমরা তো বঙ্গকে ভঙ্গ করতে চাই না ৷ আমাদের কোচবিহার নতুন করে গড়তে চাই ৷ কোচবিহার (Cooch Behar) কোথায়, পশ্চিমবঙ্গ কোথায় ? আগে ভৌগলিকভাবে দেখুন ৷ কোচবিহার পশ্চিমবঙ্গের (West Bengal) সঙ্গে নয় ৷ কোচবিহার আলাদা ৷ পশ্চিমবঙ্গের বাইরে ৷ আমার কাছে প্রমাণ আছে ৷ সরকারকে করতে হবে৷ সরকার করতে যাচ্ছে ৷ ভারত সরকার করতে যাচ্ছে ৷’’