পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NBSTC Bus Service: সবুজের পথে হাতছানি প্রকল্পে এবার জুড়তে চলেছে দার্জিলিং ও গ্যাংটক রুট

20 সেপ্টেম্বর থেকে 'সবুজের পথে হাতছানি' প্রকল্পের পথচলা শুরু হচ্ছে । এবারে দার্জিলিং, গ্যাংটক-সহ নতুন কিছু রুট যুক্ত করা হচ্ছে সেখানে (Gangtok Darjeeling new routes) । যেখানে এনবিএসটিসি বাস (NBSTC Bus Service) পৌঁছতে পারবে না, সেখানে প্রয়োজন অনুযায়ী ট্যুর অপারেটরদেরও এর সঙ্গে যুক্ত করা হবে বলে খবর ।

Gangtok Darjeeling new routes to start in NBSTC Bus Service
Gangtok Darjeeling new routes to start in NBSTC Bus Service

By

Published : Sep 12, 2022, 7:46 PM IST

কোচবিহার, 12 সেপ্টেম্বর: 'সবুজের পথে হাতছানি' প্রকল্পে এবার দার্জিলিং ও গ্যাংটককে যুক্ত করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) । যারা এই সমস্ত রুটে পরিবহণ সংস্থার সঙ্গে যাত্রা করবেন তাদের জন্য ট্যুরের ব্যবস্থা করা হবে ৷ একইসঙ্গে গ্রুপ ভাড়ার উপর জোর দেওয়া হচ্ছে । বেশি সংখ্যক অনেকগুলি দলকে একসঙ্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এনবিএসটিসি ৷ পাশাপাশি সাইটসিনেরও ব্যবস্থা করবে সংস্থা ।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (North Bengal State Transport Corporation) চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, "20 সেপ্টেম্বর থেকে সবুজের পথে হাতছানি শুরু হচ্ছে । এবারে দার্জিলিং, গ্যাংটক-সহ নতুন কিছু রুট যুক্ত করা হচ্ছে । যেখানে এনবিএসটিসি বাস পৌঁছতে পারবে না, সেখানে প্রয়োজন অনুযায়ী ট্যুর অপারেটরদের এর সঙ্গে যুক্ত করা হবে । কিছু কিছু ছোট গাড়ি নিয়েও কাজ করা হবে ।"

দীর্ঘদিন ধরেই সবুজের পথে হাতছানি প্রকল্পে উত্তরবঙ্গের পাহাড় ও জঙ্গলে ঘোরাচ্ছে পরিবহণ সংস্থা এনবিএসটিসি । খুব কম খরচে পর্যটকরা এই বাসে চেপে কোচবিহার থেকে ডুয়ার্সের মূর্তি, ঝালং, বিন্দুর পাশাপাশি কালিম্পং-এর লাভা, লোলেগাওঁ-সহ একাধিক দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারেন । এছাড়া জলপাইগুড়ি থেকে পাহাড়-ডুয়ার্স নিয়েও প্যাকেজ রয়েছে । বাস সার্ভিসের সঙ্গে থাকা-খাওয়া সমস্ত কিছুই থাকছে ।

সামনে পর্যটনের মরশুম ৷ তাই দার্জিলিং, সিকিম-সহ নতুন কিছু রুট যুক্ত হচ্ছে । সেক্ষেত্রে দার্জিলিং'য়ের পাশাপাশি গ্যাংটক ও সেখান থেকে ছাঙ্গু লেক ও আশেপাশে ঘোরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে । তবে এনবিএসটিসির যে বাসগুলো 'সবুজের পথে হাতছানি' প্রকল্পে নেওয়া হয় সেগুলো 16-20 সিটের হয় । কিন্তু পাহাড়ের বহু রুট আছে যেখানে ওই বাস পৌঁছতে পারে না ৷ সেক্ষেত্রে ছোট গাড়ি ভাড়া নিয়ে চালাবে পরিবহণ সংস্থা (Gangtok Darjeeling new routes to start in NBSTC Bus Service) ।

আরও পড়ুন:লাভা-কালিংপং পর্যটনে নতুন রুট চালু করবে এনবিএসটিসি

আর সাইট সিনের ক্ষেত্রে স্থানীয় ট্যুর অপারেটরদের দিয়ে কাজ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে । সংস্থা সূত্রে জানা গিয়েছে, এনবিএসটিসি বাসগুলি বড় হলেও 5-6 জনের গ্রুপের ক্ষেত্রে ছোট গাড়ি ভাড়া নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details