পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা উপসর্গ নিয়ে কোচবিহারের মিশন হাসপাতালে ভরতি 4

চারজনকে কোচবিহারের মিশন হাসপাতালে ভর্তি করা হল । তাঁদের স্বাস্থ্যের উপর নজর রাখছেন চিকিৎসকেরা। পাশাপাশি তাঁদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত জেলায় 118 জনের পরীক্ষা হয়েছে। সবারই সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। জেলার বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে 291 জনকে রাখা হয়েছে ।

mission hospital
মিশন হাসপাতালে

By

Published : Apr 25, 2020, 4:55 PM IST

কোচবিহার, 25 এপ্রিল : কোরোনার উপসর্গ থাকায় চার জনকে কোচবিহারের মিশন হাসপাতালে ভর্তি করা হলো । তাঁদের স্বাস্থ্যের উপর নজর রাখছেন চিকিৎসকেরা। পাশাপাশি তাঁদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে। এর আগে জেলায় 118 জনের সোয়াব নমুনা পরীক্ষা হয়েছে। সবারই সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোচবিহার জেলায় কোরোনা আক্রান্তের সন্ধান না মিললেও কোরোনা উপসর্গ নিয়ে কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন সাতজন।এছাড়া জেলার বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে 291 জনকে রাখা হয়েছে ।

এরমধ্যে শুক্রবার একদিনে 82 জনকে সরকারি কোয়ারানটিন সেন্টারে রাখা হয়। শুধুমাত্র তুফানগঞ্জ মানসিক হাসপাতালের কোয়ারানটিন সেন্টারে 68 জনকে রাখা হয়েছে। এছাড়া মেখলিগঞ্জ কমিউনিটি হলে 13 জন এবং দিনহাটা মহকুমা হাসপাতালের কোয়ারানটিন সেন্টারে একজন রয়েছেন। এছাড়াও কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন , গোটা জেলায় 1773 জনকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে।


ABOUT THE AUTHOR

...view details