পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে বহিষ্কৃত তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক, হতে পারেন কোচবিহারের প্রার্থী - tmc leader

কোচবিহারের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা নিশীথ প্রামাণিক BJP-তে যোগ দিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে নিশীথকে কোচবিহার থেকে প্রার্থী করা হতে পারে, এই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নিশীথ প্রামাণিক

By

Published : Mar 1, 2019, 12:19 PM IST

কোচবিহার, ১ মার্চ : BJP-তে গতকাল যোগ দেন কোচবিহারের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা নিশীথ প্রামাণিক। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়। আসন্ন লোকসভা নির্বাচনে নিশীথকে কোচবিহার থেকে প্রার্থী করা হতে পারে, এই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এবিষয়ে BJP-র তরফে কিছু জানা যায়নি।

জানা গেছে, একদা অভিষেক ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিকের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের অধিকাংশ আসন জেতে তৃণমূল। এরপর, ৭ ডিসেম্বর দল বিরোধী কাজের অভিযোগে নিশীথকে বহিষ্কার করে তৃণমূল। এরপর থেকে নিশীথের BJP যোগ নিয়ে চলছিল জল্পনা।

গতকাল দিল্লিতে BJP-তে যোগ দেন নিশীথ প্রামাণিক। যোগ দেওয়ার পর তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে BJP-তে যোগ দিয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details