কোচবিহার, 6 জানুয়ারি : মধু ও চারাগাছ বিক্রির উদ্যোগ নিয়েছে বন দপ্তরের উদ্যান ও কানন শাখা। এজন্য কোচবিহার এন এন পার্কে একটি কাউন্টার খোলা হয়েছে। এন এন পার্কের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার অভিজিৎ নাগ বলেন, বন বিভাগের পক্ষ থেকে বেলি, পাম, গাঁদা, রঙ্গনের চারাগাছ বিক্রি শুরু হয়েছে। খুব শীঘ্রই মধু বিক্রিও শুরু হবে।
কোচবিহারে এন এন পার্কে চারাগাছ ও মধু বিক্রির উদ্যোগ বন দপ্তরের - চারাগাছ ও মধু বিক্রির উদ্যোগ
কোচবিহারে 14 একর জমির উপর এন এন পার্ক রয়েছে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে ওই পার্কটি তৈরি হয়।
বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে 14 একর জমির উপর এন এন পার্কটি রয়েছে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে ওই পার্কটি তৈরি হয়। পার্কে প্রতিদিন কয়েক হাজার মানুষ বিনোদনের জন্য আসেন। টয় ট্রেন, বোটিং সহ শিশুদের বিভিন্ন খেলার সরঞ্জাম রয়েছে।
কোরোনার কারণে দীর্ঘদিন পার্কটি বন্ধ থাকার পর সম্প্রতি খুলেছে। জেলা ও জেলার বাইরের বহু পর্যটক সেখানে ঘুরতে যাচ্ছেন। তাই আয় বাড়াতে বিভিন্ন ফুল ও ফলের চারাগাছ এবং বন দপ্তরের মধু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে উদ্যান কানন শাখা। বন কর্তাদের আশা, এর ফলে দপ্তরের আয় অনেকটাই বাড়বে।