কোচবিহার, 3 জুন :করোনা আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে এবার ‘দিদির রান্নাঘর’ চালু হল কোচবিহারে ৷ কোচবিহার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কোচবিহার-2 ব্লকের 13টি এবং কোচবিহার-1 ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই পরিষেবা চালু হল ৷ এর আওতায় প্রতিদিন রান্না করা খাবার করোনা আক্রান্ত পরিবারগুলির সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই প্রসঙ্গে বলেন, ‘‘কোনও বাড়িতে কেউ করোনায় সংক্রমিত হলে সেই পরিবারগুলির বাকি সদস্যরা ঠিকমতো খাবার জোগাড় করতে পারেন না ৷ বিধিনিষেধের কারণে বাড়ির বাইরে বেরোতে পারেন না তাঁরা ৷ তাই সেই পরিবারগুলির কাছে রান্না করা খাবার পৌছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷’’
প্রসঙ্গত, করোনায় আক্রান্তদের বাড়িতে খাবার পৌছে দিতে ইতিমধ্যেই কোচবিহার শহরে ‘হিপ্পির রান্নাঘর’ চালু হয়েছে ৷ ‘হিপ্পি’ কোচবিহার জেলা তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকেরই ডাকনাম ৷ এতদিন করোনায় আক্রান্তদের এই ‘হিপ্পির রান্নাঘর’ থেকেই রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছিল ৷ বৃহস্পতিবার থেকে কোচবিহার সদর মহকুমার দু’টি ব্লকে করোনা আক্রান্ত পরিবারগুলির সদস্যদের হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া শুরু করল ‘দিদির রান্নাঘর’ ৷
আরও পড়ুন :করোনায় মৃতের স্মৃতিতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ পরিবারের
এদিন ঘুঘুমারি, পাটছড়া, সাহেবের হাট, চান্দামারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে করোনা আক্রান্ত পরিবারগুলির সদস্যদের হাতে রান্না করা খাবার তুলে দেন জেলা তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ৷