পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স দিনহাটায় - শেখ হাসিনা

দিনহাটার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষের বাড়ির সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স দেখা যায় । পরে তা সরিয়ে দেয় পুলিশ ।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফ্লেক্স
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফ্লেক্স

By

Published : Jun 24, 2020, 7:28 PM IST

কোচবিহার, 24 জুন : দিনহাটায় প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফ্লেক্স লাগানো । আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে । পরে খবর পেয়ে ফ্লেক্সটি সরিয়ে দেয় পুলিশ । তবে কে বা কারা এই ফ্লেক্স লাগিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।

দিন কয়েক আগে দিনহাটা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়ায় প্রাক্তন কাউন্সিলর তথা কো অর্ডিনেটর জয়দীপ ঘোষের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই ফ্লেক্স দেখতে পান স্থানীয়রা । তাতে শেখ হাসিনার ছবির নিচে লেখা রয়েছে, "সরকারি ত্রাণ নিতে কেউ লজ্জা পাবেন না । এটা ভিক্ষা নয় । জনগণের টাকায় রাষ্ট্রীয় শস্য ভাণ্ডার আপনার অধিকার... ।" খবর পেয়ে আজ সকালে এলাকায় পৌঁছায় পুলিশ । ফ্লেক্সটি সরিয়ে দেয় তারা।

ইতিমধ্যেই সেই ফ্লেক্সের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এরকম ফ্লেক্স এলাকায় কীভাবে লাগানো হল, তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে ।

এবিষয়ে পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষ জানিয়েছেন, কে বা কারা এই ফ্লেক্স লাগিয়েছিল তা তাঁর জানা নেই ।

ABOUT THE AUTHOR

...view details