কোচবিহার, 24 জুন : দিনহাটায় প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফ্লেক্স লাগানো । আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে । পরে খবর পেয়ে ফ্লেক্সটি সরিয়ে দেয় পুলিশ । তবে কে বা কারা এই ফ্লেক্স লাগিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।
দিন কয়েক আগে দিনহাটা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়ায় প্রাক্তন কাউন্সিলর তথা কো অর্ডিনেটর জয়দীপ ঘোষের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই ফ্লেক্স দেখতে পান স্থানীয়রা । তাতে শেখ হাসিনার ছবির নিচে লেখা রয়েছে, "সরকারি ত্রাণ নিতে কেউ লজ্জা পাবেন না । এটা ভিক্ষা নয় । জনগণের টাকায় রাষ্ট্রীয় শস্য ভাণ্ডার আপনার অধিকার... ।" খবর পেয়ে আজ সকালে এলাকায় পৌঁছায় পুলিশ । ফ্লেক্সটি সরিয়ে দেয় তারা।