পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পোলবায় পুলকার দুর্ঘটনার জেরে কোচবিহারে অভিযান, বাজেয়াপ্ত 5টি গাড়ি - Five pull car confiscated

14 ফেব্রুয়ারি পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের মৃত্যুর পর সতর্ক কোচবিহার আঞ্চলিক পরিবহন দপ্তর । জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচটি পুলকার বাজেয়াপ্ত করে তারা ।

confiscated pull car
বাজেয়াপ্ত পুলকার

By

Published : Feb 25, 2020, 7:00 PM IST

কোচবিহার , 25 ফেব্রুয়ারি : হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর পর নড়েচড়ে বসল পরিবহন দপ্তর । কাল কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোচবিহার আঞ্চলিক পরিবহন দপ্তর (Regional Transport Office) । মোট পাঁচটি পুলকার বাজেয়াপ্ত করা হয় ৷

পাঁচটির মধ্যে কোচবিহার পৌরসভা পরিচালিত একটি অ্যাকাডেমির একটি পুলকার রয়েছে । কর সম্পর্কিত সমস্যা থাকায় গাড়িটি বাজেয়াপ্ত করা হয় । এছাড়া আরও দুটি বিদ্যালয়ের মোট চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয় । RTO সূত্রে খবর, স্কুলবাস মিলে কোচবিহারে প্রায় কয়েকশো গাড়ি রয়েছে ৷ সেই গাড়িগুলিতে পড়ুয়ারা নিয়মিত যাতায়াত করে। সমস্ত গাড়িগুলি যাতে সরকারি নিয়ম মেনে রাস্তায় চলাচল করে , সেজন্য বারবার সচেতন করা হয়েছে । কিন্তু, কিছু গাড়ি নিয়ম মানছে না বলে অভিযোগ ।

এতদিন ভ্রূক্ষেপ ছিল না । কিন্তু সম্প্রতি পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসে কোচবিহার RTO । আঞ্চলিক পরিবহন দপ্তরের তরফে দল গঠন করে অভিযানে নামে দপ্তরের আধিকারিকরা । সমস্ত গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখছেন তাঁরা। পারমিট, ট্যাক্স ও নিয়ম না মানার জন্যই গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান দপ্তরের আধিকারিক আশুতোষ রায়।

14 ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল ঋষভ সিং ও দিব্যাংশ ভকত । তার মধ্যে 22 ফেব্রুয়ারি মাল্টি অরগান ফেলিওরে মৃত্যু হয় ঋষভের । এই ঘটনার পর থেকে সতর্ক হয়েছে পরিবহন দপ্তর । তার জেরেই কোচবিহারে পরিবহন দপ্তর গতকাল অভিযান চালায় ।

ABOUT THE AUTHOR

...view details