পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gitaldaha Murder Case: গিতালদহে গুলিতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত পাঁচ বিজেপি সমর্থক - তৃণমূল কর্মীর মৃত্যু

মঙ্গলবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিতালদহ এলাকা ৷ গুলিতে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর ৷ মৃত্যু নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা ৷ গুলি চালানোর ঘটনায় এবার পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ ৷ তাঁরা বিজেপি সমর্থক বলে পরিচিত ৷

Dinhata Murder Case
গিতালদহে তৃণমূল কর্মী খুন

By

Published : Jun 29, 2023, 5:55 PM IST

কোচবিহার, 29 জুন:দিনহাটার গিতালদহে জারিধরলা গ্রামে গুলিতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ । গিতালদহের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। ধৃতরা এলাকায় বিজেপির সমর্থক বলে পরিচিত । যদিও বিজেপির দাবি, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । তাই বিজেপি কর্মীদের হেনস্তা করা হচ্ছে । তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা চালিয়েছে ৷ পুলিশ হামলাওকারীদের তো গ্রেফতার করবেই। এই ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতার করা উচিত।"

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, "জারিধরলা গ্রামের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে ।" প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোররাতে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার গিতালদহের বাংলাদেশের সীমান্ত লাগোয়া জারিধরলা গ্রাম । রাতে প্রচারের পর বুধবার সকালে এলাকা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল কর্মী বাবু হক । হঠাৎই পাটক্ষেত থেকে বাবুকে লক্ষ্য করে গুলি চালানো হয় । তিনি মাটিতে লুটিয়ে পড়েন । গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরও কিছু তৃণমূল কর্মী । এরপর কয়েকরাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ৷ সাতজন ওই ঘটনায় আহত হন । পরিস্থিতি বেগতিক দেখে মৃত বাবু হককে ঘটনাস্থলে রেখেই আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে তাঁরা কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন:গিতালদহে মৃত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

এই ঘটনায় বাংলাদেশি যোগের কথা চলে আসে ! উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "বিজেপি প্রতিবেশি রাষ্ট্র থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে।" পাশাপাশি সীমান্তে বিএসএফ থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা এদেশে প্রবেশ করে গুলি চালিয়ে ওপারে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । অপরদিকে বুধবার বিস্ফোরক দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "গিতালদহে গুলিতে নিহত তৃণমূল কর্মী বাবু হক আন্তর্জাতিক অপরাধী । তার ভারতের আধার কার্ড যেমন রয়েছে । তেমনই বাংলাদেশের ভোটার কার্ড রয়েছে ।" তৃণমূল বিজেপির এই তরজার মধ্যেই পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details