পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রসিকবিল মিনি জু'তে ফিশিং ক্যাট দত্তক নিলেন জেলা পুলিশ সুপার, কোচবিহারে প্রথম বন্যপ্রাণ দত্তক - ফিশিং ক্যাট

Police Super Adopts Fishing Cat: রসিকবিল মিনি জু'তে এই প্রথম বন্যপ্রাণ দত্তক নিলেন জেলা পুলিশ সুপার ৷ তিনি ও তাঁর স্ত্রী একটি ফিশিং ক্যাট দত্তক নিয়েছেন ৷

Fishing Cat adoption from zoo
বন্যপ্রাণ দত্তক

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 10:44 PM IST

রসিকবিল মিনি জু'তে ফিশিং ক্যাট দত্তক জেলা পুলিশ সুপারের

কোচবিহার, 4 ডিসেম্বর:কোচবিহারে এই প্রথম বন্যপ্রাণ দত্তক ৷ রসিকবিল মিনি জু থেকে ফিশিং ক্যাট দত্তক নিলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও তাঁর স্ত্রী রেশমি দাস ভট্টাচার্য । সোমবার সকালে তাঁরা তুফানগঞ্জের রসিকবিল মিনি জু'তে যান । সেখানে দু'বছরের বেশি সময় ধরে থাকা ফিশিং ক্যাটকে আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য দত্তক নেন দম্পতি ।

দত্তকের বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "এদিন আমি ও আমার স্ত্রী রসিকবিল মিনি জু'তে একটি ফিশিং ক্যাট দত্তক নিয়েছি । এর আগেও একাধিক জায়গায় আমরা বন্যপ্রাণ দত্তক নিয়েছি । আমরা চাই সবাই এই কাজে এগিয়ে আসুক । বন্যপ্রাণীদের দত্তক নিক ।" বন দফতরের কোচবিহার ডিভিশনের এ ডি এফ ও বিজন নাথ বলেন, "কোচবিহারের পুলিশ সুপার ও তার স্ত্রী একটি ফিশিং ক্যাট এক বছরের জন্য দত্তক নিয়েছেন । কোচবিহারে এ ধরণের ঘটনা এই প্রথম । ওই প্রাণীটির এক বছরের খাবার ও রক্ষণাবেক্ষণের খরচ বাবদ 30 হাজার টাকা দিয়েছেন তাঁরা । এ দিন আনুষ্ঠানিকভাবে দম্পতির হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে ।"

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকবছর ধরেই এ রাজ্যে বন্যপ্রাণ দত্তক দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । কেউ দত্তক নিতে চাইলে ওই প্রাণীটির রক্ষণাবেক্ষণ ও খাবার খরচের টাকা বন দফতরের হাতে তুলে দিতে হবে । যতদিনের জন্য দত্তক নিতে চান সেই হিসাবে টাকা দিতে হবে । তারপর বনদফতরের পক্ষ থেকে দত্তক নেওয়া ব্যক্তির হাতে একটি এ বিষয়ক শংসাপত্র তুলে দেওয়া হবে । জানা গিয়েছে, চিতাবাঘ দত্তক নিতে মাসে 10 হাজার টাকা, ঘড়িয়ালের জন্য দেড় হাজার টাকা, ইন্ডিয়ান রক পাইথনের জন্য এক হাজার টাকা,স্পটেড ডিয়ারের জন্য এক হাজার টাকা দিতে হয় । এর আগে আলিপুর-সহ রাজ্যের অন্যান্য চিড়িয়াখানায় এই দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ তবে কোচবিহারে এই প্রথম ।

আরও পড়ুন:

  1. ইটিভি ভারতের খবর পড়ে হিমালয়ান রেড পান্ডা দত্তক নিল বার্নপুরের ক্লাব
  2. পশুপাখি দত্তক নেওয়ার প্রবণতা বৃদ্ধি, খুশি আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ
  3. বন্যপ্রাণ দত্তক নিয়ে দৃষ্টান্ত হাওড়ার আইপিএস অফিসারের

ABOUT THE AUTHOR

...view details