কোচবিহার, 4 ডিসেম্বর:কোচবিহারে এই প্রথম বন্যপ্রাণ দত্তক ৷ রসিকবিল মিনি জু থেকে ফিশিং ক্যাট দত্তক নিলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও তাঁর স্ত্রী রেশমি দাস ভট্টাচার্য । সোমবার সকালে তাঁরা তুফানগঞ্জের রসিকবিল মিনি জু'তে যান । সেখানে দু'বছরের বেশি সময় ধরে থাকা ফিশিং ক্যাটকে আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য দত্তক নেন দম্পতি ।
দত্তকের বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "এদিন আমি ও আমার স্ত্রী রসিকবিল মিনি জু'তে একটি ফিশিং ক্যাট দত্তক নিয়েছি । এর আগেও একাধিক জায়গায় আমরা বন্যপ্রাণ দত্তক নিয়েছি । আমরা চাই সবাই এই কাজে এগিয়ে আসুক । বন্যপ্রাণীদের দত্তক নিক ।" বন দফতরের কোচবিহার ডিভিশনের এ ডি এফ ও বিজন নাথ বলেন, "কোচবিহারের পুলিশ সুপার ও তার স্ত্রী একটি ফিশিং ক্যাট এক বছরের জন্য দত্তক নিয়েছেন । কোচবিহারে এ ধরণের ঘটনা এই প্রথম । ওই প্রাণীটির এক বছরের খাবার ও রক্ষণাবেক্ষণের খরচ বাবদ 30 হাজার টাকা দিয়েছেন তাঁরা । এ দিন আনুষ্ঠানিকভাবে দম্পতির হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে ।"