কোচবিহার, 18 অক্টোবর : সীমান্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ৷ তাঁর অভিযোগ, বিএসএফের কাজের পরিধি বাড়িয়ে সীমান্তের মানুষকে ভয় দেখাতে চাইছে বিজেপি ৷ ফিরহাদ বলছেন, বিষয়টি অনেকটা শোলে সিনেমার গব্বরের বিখ্যাত ডায়লগের মতো 'বেটা শো যা, নেহিতো গব্বর আ জায়েগা' ৷ আসলে সীমান্তের মানুষকে বিজেপি নেতারা বলতে চাইছেন, "বেটা শো যা, নেহিতো নরেন্দ্র মোদি আ জায়েগা ৷"
রবিবার কোচবিহার জেলার দিনহাটার সীমান্তগ্রাম, আবুতারা ও চৌধুরীহাটে তৃণমূল প্রার্থী উদয়ন গুহের সমর্থনে জনসভা করেন ফিরহাদ হাকিম ৷ সেখানে তিনি বলেন, "বিএসএফের জুরিসডিকশন 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করে সীমান্তের মানুষকে ভয় দেখাতে চাইছে বিজেপি । তারা চাইছে কোচবিহারে 50 কিলোমিটার ভিতর পর্যন্ত বিএসএফ প্রবেশ করুক ৷ কিন্তু এসব করে কোনও লাভ হবে না ৷"