পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুফানগঞ্জে তৃণমূল নেতার গাড়িতে আগুন, তদন্তে পুলিশ - tmc leader

লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল নেতা বিশ্বজিৎ সাহা বাড়ি ছিলেন না । তার গাড়িটি প্রতিবেশীর বাড়ির সামনে রাখা ছিল । পুলিশ তদন্তে নেমেছে।

তুফানগঞ্জে তৃণমূল নেতার গাড়িতে আগুন, তদন্তে পুলিশ

By

Published : Jun 22, 2019, 9:17 PM IST

Updated : Jun 22, 2019, 11:47 PM IST

কোচবিহার, 22 জুন : কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের এক নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল । গতকাল রাত দেড়টা নাগাদ তুফানগঞ্জের 1 নম্বর ওয়ার্ডের মহাদেব পাড়ার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় তুফানগঞ্জ থানার পুলিশ । এরপর দমকলের একটি ইঞ্জিন গিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

জানা গেছে, লোকসভা ভোটের পর থেকেই ওই তৃণমূল নেতা বিশ্বজিৎ সাহা বাড়ি ছিলেন না । তার গাড়িটি প্রতিবেশীর বাড়ির সামনে রাখা ছিল । প্রতিবেশী প্রণয় সাহা রাত দেড়টা নাগাদ দেখেন ওই নেতার গাড়িতে আগুন জ্বলছে । কে বা কারা আগুন লাগাল তা খতিয়ে দেখছে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তুফানগঞ্জে তৃণমূল - BJP সংঘর্ষ চলছে । তৃণমূলের একটি প্রতিনিধি দল তুফানগঞ্জ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় । সংঘর্ষের জেরে অনেক তৃণমূলকর্মী বাড়িছাড়া । এরপর গতরাতে তৃণমূল নেতার গাড়ি পোড়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

Last Updated : Jun 22, 2019, 11:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details