কোচবিহার, 29 অগাস্ট : কোচবিহারের মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন ৷ আজ সকাল সাড়ে 9টা নাগাদ মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে আগুন লাগে ৷ খবর পেয়েই ঘটনাস্থানে আসে দমকলের তিনটি ইঞ্জিন ৷ দমকল বাহিনীর তৎপরতায় ঘণ্টা খানেকের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন ৷
জানা গিয়েছে, কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসেই মাদার অ্যান্ড চাইল্ড হাব নামে একটি পৃথক বিল্ডিং গড়ে ওঠে ৷ আজ ওই ভবনের দ্বিতীয় তলে হঠাৎই আগুন লাগে ৷ এরফলে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ ওই ব্লিডিং থেকে নিরাপদে মা ও সদ্যোজাতদের পিছনের দরজা দিয়ে বের করে আনা হয় ৷ তাদের পাশের একটি বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হয় ৷