কোচবিহার, 16 অক্টোবর: বিধানসভা ভোট পরবর্তী হিংসা, বিভিন্ন সময় বাড়িঘর ভাঙচুর ও অত্যাচারিত হওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । কোচবিহারের বিধায়ক সুকুমার রায়, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বরেনচন্দ্র বর্মন-সহ জেলা বিজেপির নেতৃত্বকে সঙ্গে নিয়ে এ দিন মন্ত্রী মাথাভাঙ্গার হাজরাহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে যান । সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি ।
এরপর শীতলকুচি বিধানসভার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) পর বাড়ি ছাড়া বিজেপি কর্মী বিপিন বর্মনের বাড়িতে যান নিশীথ প্রামাণিক । বিজেপি কর্মীর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন তাঁর বাড়ি ভাঙচুর ও তাঁকে মারধর করা হয় । এই অবস্থাতেই বর্তমানে দীর্ঘ এক বছর ধরে তিনি বাড়ি ছাড়া রয়েছেন ।