মাথাভাঙা, 28 মার্চ : কোরোনা আতঙ্কের পাশাপাশি এবার বাঘের আতঙ্ক দেখা দিল কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের প্রেমেরডাঙা গ্রামে ৷ গতরাতে চাপাগুড়ি স্টেশন এলাকায় বাঘ দেখতে পান বলে দাবি করেন স্থানীয়দের অনেকে ৷
কোরোনার পাশাপাশি বাঘ-আতঙ্কে মাথাভাঙার বাসিন্দারা - MathaBhanga
গতরাতে এলাকায় বাঘ দেখা গেছে বলে দাবি করেন মাথাভাঙার বাসিন্দারা ৷ আজ পায়ের ছাপ দেখে সেই আতঙ্ক আরও বাড়ে ৷ তবে, সত্যি তা বাঘ ছিল কিনা তা নিশ্চিতভাবে জানানো হয়নি বনবিভাগের তরফে ৷
পায়ের চিহ্ন
আজ সকালে গ্রামের রাস্তায় পায়ের ছাপও দেখা যায় ৷ পাশাপাশি কয়েকটি গবাদি পশুর উপরও আক্রমণ হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা ৷ খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থানে যান ৷ ওই পায়ের ছাপ পরীক্ষা করে দেখেন ৷ যেসব গবাদি পশুর উপর আক্রমণ হয়েছে, তাদেরও পরীক্ষা করেন তাঁরা ৷
বনবিভাগের মাথাভাঙা সেক্টরের রেঞ্জার সজল পাল বলেন, "বনকর্মীরা ঘটনাস্থানে গিয়েছে ৷ পায়ের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে ৷" তবে এখনও সেই প্রাণীটি বাঘ কি না তা নিশ্চিত করা হয়নি ৷