কোচবিহার, 11 ফেব্রুয়ারি:তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আশ্বস্ত গীতালদহ সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত প্রেমকুমার বর্মনের বাবা শিবেন বর্মন ও মা সুখমণি বর্মন । শনিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে এমনটাই জানিয়েছেন এই দম্পতি ৷
পাশাপাশি, এই পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই আশ্বাসে ভরসা পেয়েছেন বলে জানিয়েছেন, শিবেন বর্মন ও সুখমনি বর্মন ৷ উল্লেখ্য, বিএসএফ-এর গুলিতে গত 24 ডিসেম্বর মৃত্যু হয় প্রেমকুমার বর্মনের ৷ দিনহাটা থানার অন্তর্গত গীতালদহ-2 গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঘোষপাড়া গ্রামের এই ঘটনায় আলোড়ন পড়ে যায় । বিএসএফ দাবি করে, প্রেমকুমার গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন । সীমান্ত দিয়ে যখন বাংলাদেশে গরু পাচার করছিল সে, তখন সীমান্তরক্ষী বাহিনীর তরফে তাঁকে সতর্ক করা হয় ৷ অভিযোগ, উলটে সে বিএসএফ-এর উপর হামলা চালায়, তখন বিএসএফ গুলি চালায় । তখনই তাঁর মৃত্যু হয় ।
যদিও মৃতের পরিবারের দাবি, সেদিন সকালে প্রেমকুমার জমিতে তামাক চাষ করতে গিয়েছিল । তখনই বিএসএফ গুলি চালায় । সেই গুলিতে মৃত্যু হয় তাঁর । ঘটনার পর বিএসএফ-এর বিরুদ্ধে সরব হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূলের দাবি, প্রেমকুমার পাচারকারী নন । আর পাচারকারী হলেও তাকে গুলি করে মারার অধিকার কে দিয়েছে বিএসএফ-কে ।
আরও পড়ুন: 'এর শেষ দেখে ছাড়ব !' যুবক খুনে বিএসএফকে হুংকার অভিষেকের
ইতিমধ্যে এই ঘটনায় বিএসএফ-এর বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার । সেই ঘটনার পর এদিন মৃত যুবকের বাবা-মা'কে সভামঞ্চে নিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee mathabhanga rally) । পাশাপাশি, এই ইস্যুতে এদিন কেন্দ্রের বিজেপি সরকার ও বিএসএফ'কে আক্রমণ করেন অভিষেক (Abhishek Banerjee attacks BSF) । তিনি বলেন, "নির্মমভাবে গুলি চালিয়ে ওই রাজবংশী যুবককে খুন করেছে বিএসএফ । এই ঘটনার শেষ দেখে ছাড়ব ৷" তাঁর এই আশ্বাসে ভরসা পাচ্ছেন বলে জানিয়েছেন প্রেমকুমার বর্মনের বাবা শিবেন বর্মন ও মা সুখমণি বর্মন ।