পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dinhata BJP Leader Murder Case: দিনহাটায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের - BJP leader death in Dinhata

দিনহাটা বিজেপি নেতাকে খুনের তদন্ত করছে পুলিশ ৷ এই ঘটনায় পুলিশের উপর ভরসা নেই বলে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন মৃতের মা ৷

Dinhata Shoot Out
বিজেপি নেতা খুন

By

Published : Jun 4, 2023, 10:13 PM IST

দিনহাটায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

দিনহাটা, 4 জুন: পুলিশি তদন্তে ভরসা নেই । পুলিশ হয়রানি করছে । তাই সিবিআই তদন্ত চাই । এমনটাই দাবি করেছেন দিনহাটায় খুন হওয়া মৃত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার মা সুচিত্রা রায় বসুনিয়া ৷ পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করতে ইতিমধ্যেই ফরেন্সিক টিম গিয়েছে মৃত ওই বিজেপি নেতার বাড়িতে । সঙ্গে যান জেলা পুলিশ কর্তারাও । তবে ঘটনার দু'দিন পরেও খুনের কারণ নিয়ে ধন্দ্বে পুলিশ । এখনও সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি যা দিয়ে খুন করা হয়েছিল প্রশান্তকে ৷ মেলেনি গুলির খোঁজও ।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ রবিবার জানান, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে । বিধানসভা নির্বাচনের পর থেকেই ওই বিজেপি কর্মী বাড়ি ছাড়া ছিলেন । দিল্লিতে দীর্ঘদিন ছিলেন তিনি । দিন তিনেক আগে দিনহাটা শিমুলতলা এলাকায় নিজের বাড়িতে ফেরেন প্রশান্ত রায় বসুনিয়া । এরপর শুক্রবার দুপুরে তিনি ঘরেই ছিলেন । মাকে বলেন দুপুরের খাবার দিতে । সেসময় বাইকে চেপে তিন দুষ্কৃতী বাড়িতে ঢোকে । এরপর বিজেপি নেতার ঘরে ঢুকেই প্রথমে বচসায় জড়িয়ে পড়ে তারা । এরপরই খুব কাছে থেকে বিজেপি নেতাকে লক্ষ করে গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ।

জানা গিয়েছে, গুলির শব্দে তাঁর বাড়ির অন্যান্য সদস্যরা ও আশেপাশের লোকজন ছুটে আসে । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানেই চিকিৎসকরা প্রশান্তকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজের নেতৃত্বে পুলিশবাহিনী এসে ঘটনার তদন্ত শুরু করে । এরপর ফরেন্সিক এক্সপার্টরা যান ঘটনাস্থলে ।

আরও পড়ুন:দিনহাটায় বাড়িতে ঢুকে গুলি করে খুন বিজেপি নেতাকে, এলাকায় উত্তেজনা

এই বিজেপি নেতার খুনের পিছনে তৃণমূল জড়িত বলে অভিযোগ করা হয় ৷ তবে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে শাসকদল ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছিলেন, তৃণমূল এই ঘটনায় জড়িত নয় ৷ তাঁর দাবি, প্রশান্ত অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details