পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া, ন্যাড়া করে গণপিটুনির ভিডিয়ো ভাইরাল - গণধোলাইয়ের ভিডিয়ো ভাইরাল

বৃহস্পতিবার রাতে দুজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা । এরপর তাদের আটক করে রাখে বাসিন্দারা । শুক্রবার দুজনকে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা ৷ জসিম মিঞার মাথা ন্যাড়া করে তাঁকে বেধড়ক মারধর করতে থাকেন স্থানীয়রা ৷ দড়ি দিয়ে বেঁধে চলতে থাকে গণধোলাই ৷ ছাড় পাননি মহিলাও ৷

ভাইরাল হল ন্যাড়া করে গণপিটুনির ভিডিয়ো
ভাইরাল হল ন্যাড়া করে গণপিটুনির ভিডিয়ো

By

Published : Jun 5, 2021, 1:49 PM IST

Updated : Jun 5, 2021, 3:03 PM IST

কোচবিহার, 5 জুন : ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি ৷ প্রতিবেশীরা ওই ব্যক্তির মাথা ন্যাড়া করে দেয় ৷ এরপর চলতে থাকে বেধড়ক গণধোলাই ৷ গণধোলাইয়ের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

কোচবিহারের শীতলকুচির ভবেরহাট এলাকার বারোঘরিয়া গ্রামের বাসিন্দা জসিম মিঞা ৷ বছর 45 এর জসিমের ভাই ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন ৷ এই সুযোগ নিয়ে, ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন জসিম । বিগত বেশ কয়েক মাস ধরেই তাদের সম্পর্ক চলছিল বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার রাতে দুজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা । এরপর তাদের আটক করে রাখে বাসিন্দারা । শুক্রবার দুজনকে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা ৷ জসিমের মাথা ন্যাড়া করে তাঁকে বেধড়ক মারধর করতে থাকেন স্থানীয়রা ৷ দড়ি দিয়ে বেঁধে চলতে থাকে গণধোলাই ৷ ছাড় পাননি মহিলাও ৷ গণধোলাইয়ের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

ভাইরাল হল ন্যাড়া করে গণপিটুনির ভিডিয়ো

আরও পড়ুন : বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস

গণধোলাইয়ের খবর পেয়ে এলাকায় আসে শীতলকুচি থানার পুলিশ ৷ জসিমকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা ৷ ঘটনার সালিশি বিচারের জন্য প্রাথমিক ভাবে আলোচনা করছেন স্থানীয় পঞ্চায়েত সদেস্য । এমন পরকীয়ার ঘটনায় সমাজের শিশু কিশোরদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে , যা মোটেই কাম্য নয় । এমনই মনে করছেন স্থানীয়রা ৷

Last Updated : Jun 5, 2021, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details