পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Joins BJP : দিনহাটায় উলটপূরাণ, তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রাক্তন কাউন্সিলর - দিনহাটার তৃণমূল নেতার বিজেপিতে যোগদান

প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষের এই দলবদলের ফলে (Ex TMC Councillor joins BJP with supporters) এলাকায় বিজেপির শক্তি বাড়বে বলে মনে করা হচ্ছে ৷

Dinhata TMC Leader Joins BJP
তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রাক্তন কাউন্সিলর

By

Published : May 3, 2022, 6:51 PM IST

Updated : May 3, 2022, 7:02 PM IST

কোচবিহার,3 মে: কোচবিহারে উলটপূরাণ ৷ রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে যখন বিজেপি নেতা-কর্মীদের তৃণমূলে যোগদানের হিড়িক চলছে, তখন কোচবিহারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা ঘটল ৷ মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন দিনহাটা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষ (Ex TMC Councillor joins BJP with supporters) ৷ তাঁর সঙ্গেই এদিন তৃণমূল ছেড়েছেন শতাধিক কর্মী-সমর্থক ৷

মঙ্গলবার বিজেপির কোচবিহার কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান জয়দীপ ঘোষ ৷ এই দলবদলে দিনহাটায় বিজেপির শক্তি কিছুটা বাড়বে বলে রাজনৈতিক মহলের ধারনা । 2021 বিধানসভা নির্বাচনে দিনহাটাতে বিজেপি জয়ী হলেও রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফিরে আসায় এখানে বিজেপির সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়ে । দিনহাটা বিধানসভার উপনির্বাচনের বিজেপি ভরাডুবি হয়েছিল । এরপর পৌরনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে লড়াই থেকে সরে দাঁড়ায় গেরুয়া শিবির ৷

তৃণমূল ছেড়ে বিজেপিতে দিনহাটার প্রাক্তন কাউন্সিলর

আরও পড়ুন : 24-এর লোকসভা ভোটের আগেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরে প্রস্তুতি নিচ্ছে বিজেপি

সেই জায়গায় দাঁড়িয়ে এদিন দিনহাটার এতজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় এলাকার রাজনীতিতে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ বিজেপিতে যোগদানের পর এদিন জয়দীপ ঘোষ বলেন, "উদয়ন গুহর সঙ্গে থেকে যে ভুল করেছি তার জন্য মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব । আগামী দিনে নেতৃত্বের কথা মতো বিজেপির হয়ে কাজ করব ।" যদিও এই বিষয়টি নিয়ে যুব তৃণমূল নেতা তথা দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী বলেন, "ওঁকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল । কারণ জয়দীপ ঘোষ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ।"

Last Updated : May 3, 2022, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details