কোচবিহার,3 মে: কোচবিহারে উলটপূরাণ ৷ রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে যখন বিজেপি নেতা-কর্মীদের তৃণমূলে যোগদানের হিড়িক চলছে, তখন কোচবিহারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা ঘটল ৷ মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন দিনহাটা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষ (Ex TMC Councillor joins BJP with supporters) ৷ তাঁর সঙ্গেই এদিন তৃণমূল ছেড়েছেন শতাধিক কর্মী-সমর্থক ৷
মঙ্গলবার বিজেপির কোচবিহার কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান জয়দীপ ঘোষ ৷ এই দলবদলে দিনহাটায় বিজেপির শক্তি কিছুটা বাড়বে বলে রাজনৈতিক মহলের ধারনা । 2021 বিধানসভা নির্বাচনে দিনহাটাতে বিজেপি জয়ী হলেও রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফিরে আসায় এখানে বিজেপির সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়ে । দিনহাটা বিধানসভার উপনির্বাচনের বিজেপি ভরাডুবি হয়েছিল । এরপর পৌরনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে লড়াই থেকে সরে দাঁড়ায় গেরুয়া শিবির ৷