পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্ত কোচবিহারকে অশান্ত করতে আসছেন রাজ্যপাল : রবীন্দ্রনাথ - রবীন্দ্রনাথ ঘোষ

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে দেখা যায় কোচবিহারের 9 বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি প্রার্থীরা 7 টি আসনে জয়ী হয়েছে । দুটি আসন পেয়েছে তৃণমূল ৷ এরপর থেকে বিভিন্ন এলাকা অশান্তি শুরু হয় । গত 10 এপ্রিল নির্বাচনের দিনেও কোচবিহারের শীতলকুচি অশান্ত হয়ে ওঠে ।

রবীন্দ্রনাথ ঘোষ
রবীন্দ্রনাথ ঘোষ

By

Published : May 12, 2021, 2:29 PM IST

কোচবিহার, 12 মে : কোচবিহারে অশান্ত করতে আসছেন রাজ্যপাল। বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি এমন অভিযোগ করেন ৷

পোস্টে তিনি লেখেন,‘‘ শান্ত কোচবিহারকে অশান্ত করতে আসছেন রাজ্যপাল । এর তীব্র নিন্দা করছি ।’’ প্রাক্তন মন্ত্রীর এই পোস্ট ঘিরে সরগরম হয়ে ওঠে কোচবিহারের রাজ্য রাজনীতি । পরে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘কোচবিহার শান্ত হয়ে গিয়েছে, সেখানে রাজ্যপাল এসে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন । এই ঘটনার নিন্দা জানাচ্ছি ।’’

উল্লেখ্য বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে দেখা যায় কোচবিহারের 9 বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি প্রার্থীরা 7 টি আসনে জয়ী হয়েছে । দুটি আসন পেয়েছে তৃণমূল ৷ এরপর থেকে বিভিন্ন এলাকা অশান্তি শুরু হয় । গত 10 এপ্রিল নির্বাচনের দিনেও কোচবিহারের শীতলকুচি অশান্ত হয়ে ওঠে । শীতলকুচি বিধানসভার আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় । সেখানে 4 গ্রামবাসীর মৃত্যু হয় । ওই দিনই শীতলকুচি আরেক বুথে বিজেপি কর্মী আনন্দ বর্মণের মৃত্যু হয় । এরপর থেকেই অশান্ত ছিল শীতলকুচি ।

রবীন্দ্রনাথের পোস্ট

বিধানসভা নির্বাচনের পর পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। এরপরই মঙ্গলবার রাজ্যপাল টুইট করে জানান বৃহস্পতিবার কোচবিহারের যাবেন তিনি । বুধবার দুপুরে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এই পোস্ট করেন । জানা গিয়েছে আগামীকাল বৃহস্পতিবার বিএসএফের বিশেষ বিমানে কোচবিহারের শীতলকুচিতে আসবেন । আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল।

ABOUT THE AUTHOR

...view details