কোচবিহার ,7 মার্চ : এক তৃণমূল কর্মীর গলায় কোপ মারার অভিযোগ উঠল BJP র বিরুদ্ধে । কোচবিহারের তুফানগঞ্জ-1 ব্লকের চিলাখানা-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকার ঘটনা ৷ জখম তৃণমূল কর্মীর নাম রাহুল হোসেন ৷
তুফানগঞ্জে তৃণমূল কর্মীর গলায় কোপ,অভিযুক্ত BJP - BJP র কোচবিহার জেলার সম্পাদক সঞ্জয় চক্রবর্তী
কোচবিহারের তুফানগঞ্জ-1 ব্লকের চিলাখানা-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় তৃণমূল কর্মীর গলায় কোপ মারার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷
![তুফানগঞ্জে তৃণমূল কর্মীর গলায় কোপ,অভিযুক্ত BJP injured Rahul Hussian](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6326611-thumbnail-3x2-coochbihar.jpg)
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে BJP । রাহুল হোসেন নামে ওই তৃণমূল কর্মী স্থানীয় ইটভাটায় কাজ করতেন । ওই তৃণমূল কর্মীকে কিছুদিন আগেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় এক BJP নেতার বিরুদ্ধে । সেই সময়, বিষয়টি নিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই BJP নেতাকে গ্রেপ্তার করে তুফানগঞ্জ থানার পুলিশ । সেই ঘটনার পরই ইটভাটায় ঢুকে রাহুল হোসেনের গলায় ছুরি মারার অভিযোগ উঠল ।
রাহুল হোসেনের আম্মা আমিনা বিবি বলেন, ‘‘BJP-র লোকেরা এই ঘটনা ঘটিয়েছে । ওরা আমার ছেলেকে খুন করতে চেয়েছিল ৷ আমরা থানায় অভিযোগ দায়ের করেছি ৷ ’’ যদিও অভিযোগ অস্বীকার করেন BJP র কোচবিহার জেলার সম্পাদক সঞ্জয় চক্রবর্তী ৷ তিনি বলেন, অভিযোগ ভিত্তিহীন ।