কোচবিহার, 28 নভেম্বর: সিতাই থানার নেতাজি বাজারে এলাকায় এটিএম ভাঙার ঘটনার অভিযুক্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ ৷ রবিবার ছাট বারোমাসিয়া গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (engineering student arrested for ATM break) ৷ ধৃতের নাম লবিন মিয়া ৷ সূত্রের খবর, পুলিশি জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ৷ রবিবার দিনহাটার বিশেষ আদালতে তোলা হলে তাঁকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 29 অক্টোবর ভোররাতে সিতাই থানার অন্তর্গত নেতাজি বাজার এলাকায় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম ভেঙে চুরি করে দুষ্কৃতীরা। ওই ব্যাংকের ম্যানেজার তারক হালদার সিতাই থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার তদন্ত নেমে পুলিশ সিতাইয়ের ছাট বারোমাসিয়া থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার ছাত্র লবিন মিঞাকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি গ্যাস কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে । পুলিশের জেরায় অভিযুক্ত ওই ছাত্র জানিয়েছে, ইউটিউব দেখে 6 মাস ধরে এটিএম মেশিন ভাঙার পরিকল্পনা করছিল। এরপর 29 অক্টোবর ওই ছাত্র এটিএম ভাঙচুরের ঘটনা ঘটায় ৷