কোচবিহার, 2 জুন :প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক বৈঠক কোচবিহারের মেখলিগঞ্জে ৷ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী-সহ অন্যরা ৷
বুধবার কোচবিহারের মেখলিগঞ্জে মহকুমাশাসকের কার্যালয়ে একটি প্রশাসনিক বৈঠক হয় ৷ বৈঠকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, মেখলিগঞ্জে মহকুমারশাসক রাম কুমার তামাং, মেখলিগঞ্জ এবং হলদিবাড়ির দুই বিডিও , সীমান্ত সুরক্ষাবাহিনীর কর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা ৷
করোনা পরিস্থিতর মধ্যেই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় তৎপর প্রশাসন ৷ উল্লেখ্য, কোচবিহারের মেখলিগঞ্জে তিস্তার জলস্তর বেড়ে গিয়ে প্রতি বছর বাঁধ উপচে যায় ৷ নদীবাঁধ ভেঙে মেখলিগঞ্জের নিজ তরফ ও তিস্তা চরের বিস্তীর্ণবসতি এবং কুচলিবাড়ি এলাকায় তিস্তার জল ঢুকে পড়ে ৷ ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হয় কয়েক হাজার বাসিন্দাকে ৷ আবার বর্ষা শুরু হতে চলেছে ৷ তাই দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে তৈরি রাখার জন্যই এদিনের এই বৈঠক ৷ বৈঠকে দুর্যোগ মোকাবিলা নিয়ে আলোচনা করা হয় ৷
আরও পড়ুন :করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে বৈঠক কোচবিহার জেলা প্রশাসনের
বৈঠকের বিষয় নিয়ে প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী বলেন, ‘‘বিপর্যয় মোকাবিলায় তৈরি থাকতে জরুরি বৈঠক করা হয় ৷ মেখলিগঞ্জের মহকুমাশাসকের কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ যে কোনও আপাদকালীন পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করতে হবে, এই বিষয়ে বিশদে আলোচনা করা হয় ৷