বংশীহারি (দক্ষিণ দিনাজপুর), 30 ডিসেম্বর: পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া 11টি উট উদ্ধার করল বংশীহারী থানার পুলিশ (Eleven Camel Rescued in South Dinajpur During Smuggling) ৷ সেই সঙ্গে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে ৷ দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর এলাকার ঘটনায় ধৃত বিজেন্দ্র সিং (22) ট্রাকের চালক ৷ তাঁর বাড়ি মধ্যপ্রদেশে ৷ জানা গিয়েছে, 11টির মধ্যে দু’টি উট ইতিমধ্যেই মারা গিয়েছে ৷ উটগুলির আনুমানিক মূল্য প্রায় 25 লক্ষ টাকা ৷ সম্ভবত রাজস্থান থেকে উটগুলিকে পাচারের উদ্দেশ্য আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ৷ বংশীহারী থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ধৃত গাড়ি চালক বিজেন্দ্র সিংকে জেরা করছে পুলিশ ৷
রাজস্থান থেকে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকায় উট নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে আটক একটি লরি ৷ আর সেই লরির ভিতর থেকে 11 টি উট উদ্ধার করা হয়েছে ৷ এর মধ্যে দু’টি উটের মৃত্যু হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক দ্বিজেন্দ্র সিংকে, তাঁর বাড়ি মধ্যপ্রদেশে ৷ আজ সকালে উটগুলিকে গঙ্গারামপুর থানার রতনপুর পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে ৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় বংশীহারী থানার পুলিশ ৷ তবে, উটগুলিকে রাজস্থানের কোন এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল তা জানা যায়নি ৷ মনে করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের জন্য সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল ৷