কোচবিহার, 11 মে: মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে (Specially abled minor girl raped)৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার পুণ্ডিবাড়িতে । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Coochbehar news)৷
অভিযোগ, মঙ্গলবার বিকেলে পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত পুণ্ডিবাড়ি বাজারের কাছে 12 বছরের এক মূক ও বধির কন্যাকে নিজের বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী এক বৃদ্ধ । সেই সময় ওই বৃদ্ধের বাড়ি ফাঁকা ছিল । সেই সুযোগে বছর ষাটের ওই বৃদ্ধ নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ।