কোচবিহার, 3 ডিসেম্বর: স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)-এর তরফে প্রকাশিত নবম-দশম শ্রেণির 183 জন ভুয়ো শিক্ষক তালিকায় কোচবিহারেরই 56 জন ৷ শিক্ষক-শিক্ষিকার যাবতীয় তথ্য চেয়ে পাঠালো রাজ্য শিক্ষা দফতর (SSC Scam) । গত বুধবার রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে জেলা শিক্ষা দফতরের কাছে এই 56 জন শিক্ষক-শিক্ষিকার রোল নম্বর, অ্যাপ্লিকেন্ট নম্বর এবং কোনও বিষয়ের শিক্ষক, সমস্ত বিষয় জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এই 56 জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে নবম-দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকা যেমন রয়েছে, তেমনি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকারাও রয়েছেন। শিক্ষা দফতরের পক্ষ থেকে এই তথ্য চেয়ে পাঠানোর পর থেকেই কোচবিহার জেলা শিক্ষামহলে চাপানউতোর শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতরের পাঠানো নোটিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে ওই শিক্ষকদের যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এই 56 জনের মধ্যে নবম ও দশম শ্রেণির 34 জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির 22 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে। নবম ও দশম শ্রেণির 34 জনের মধ্যে কোচবিহারের কাটামারি হাইস্কুলের তিন জন, শীতলকুচি গোপীনাথ হাই স্কুলের দু’জন , ভাওরথানা হাইস্কুলে দু‘জন , শিঙ্গিমারি হাইস্কুল, ছাটরামপুর হাইস্কুল, খলিসামারি পঞ্চানন হাইস্কুল, গিতালদহ হাইস্কুল, মাথাভাঙা হাইস্কুলের স্কুলের একজন করে শিক্ষিক বা শিক্ষিকার নাম রয়েছে ।