পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ বিলির সময় BJP ছেড়ে তৃণমূলে 32টি পরিবার

ত্রাণ বিলির সময়ই শিবির বদল করল কোচবিহারের 32টি পরিবার ৷ BJP থেকে তৃণমূলে যোগ দেয় তারা ।

ছবি
ছবি

By

Published : May 14, 2020, 4:44 PM IST

কোচবিহার, 14 মে : লকডাডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুররা । ত্রাণ সামগ্রী দিয়ে তাঁদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই ৷ এবার ত্রাণ বণ্টনের সময় তৃণমূলের পতাকা হাতে তুলে নিল 32টি পরিবার ৷ পতাকা তুলে দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ ৷ ওই 32টি পরিবার BJP থেকে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷

গতকাল কোচবিহারের মাথাভাঙা দু'নম্বর ব্লকের অন্তর্গত ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এলাকার বালাসি নবজাগরণ সংঘের তরফে ত্রাণ বিতরণ হয় ৷ ওই ত্রাণ শিবিরে জেলা তৃণমূল সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ 100টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন । সেই সময়ই BJP ছেড়ে 32টি পরিবার তৃণমূলে যোগ দেয় l তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিনয়কৃষ্ণ বর্মণ ।


এই বিষয়ে বিনয়বাবু বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে 32টি পরিবার BJP ছেড়ে তৃণমূলে যোগদান করল । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে।"

এদিকে কোচবিহার জেলা যুব মোর্চার সহ সম্পাদক সঞ্জয় সরকার জানান "এই মুহূর্তে BJP ছেড়ে অন্য দলে যোগদান করছে বলে আমাদের কাছে কোনও খবর নেই ।"

ABOUT THE AUTHOR

...view details